মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

| ১৬ ভাদ্র ১৪৩২

প্রতি ইনস্টলে ৩ ডলার

অ্যাপ থেকে আয়ে রেকর্ড করলো চ্যাটজিপিটি

প্রকাশ: ১৩:০৩, ২০ আগস্ট ২০২৫

অ্যাপ থেকে আয়ে রেকর্ড করলো চ্যাটজিপিটি

২০২৩ সালের মে মাসে চালুর পর থেকে চ্যাটজিপিটি অ্যাপ এখন পর্যন্ত ব্যবহারকারীদের কাছ থেকে আয় করেছে ২০০ কোটি ডলার। প্রতি ইনস্টলে মোবাইল অ্যাপটির আয় হয় প্রায় ৩ ডলার। অ্যাপের বাজার নিয়ে বিশ্লেষণ করা প্রতিষ্ঠান অ্যাপফিগারস জানায়, এ আয় ক্লাউড, কোপাইলট ও গ্রোকের একত্রিত আয়ের চেয়ে প্রায় ৩০ গুণ বেশি।

শুধু চলতি বছরের প্রথম সাত মাসে চ্যাটজিপিটির অ্যাপ আয় করেছে ১৩৫ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা ৬৭৩ শতাংশ বেশি। আর মাসিক গড় আয় বেড়েছে প্রায় ১৩ কোটি।

এর তুলনায় এক্সএআইয়ের গ্রোক চ্যাটবট এখন পর্যন্ত আয় করেছে মাত্র ২ কোটি ৫৬ লাখ ডলার, যা চ্যাটজিপিটির মাসিক আয়ের মাত্র ২ শতাংশ। ক্লাউড ও মাইক্রোসফটের কোপাইলটও আয়ের দিক থেকে অনেক পিছিয়ে।

আয়ের পাশাপাশি ব্যবহারকারীদের আগ্রহের ক্ষেত্রেও এগিয়ে আছে চ্যাটজিপিটি। প্রতিটি ইনস্টল থেকে মোবাইল অ্যাপটি গড়ে আয় করছে ২ ডলার ৯১ সেন্ট। যেখানে ক্লাউডের আয় ২ ডলার ৫৫ সেন্ট, গ্রোকের ৭৫ সেন্ট আর কোপাইলটের ২৮ সেন্ট। যুক্তরাষ্ট্রে প্রতিটি ইনস্টল থেকে আয় আরো বেশি, ১০ ডলার।

ডাউনলোড সংখ্যায়ও শীর্ষে রয়েছে চ্যাটজিপিটি। এখন পর্যন্ত বিশ্বজুড়ে অ্যাপটি ডাউনলোড হয়েছে ৬৯ কোটি বার। শুধু ২০২৫ সালেই চ্যাটজিপিটি ডাউনলোড হয়েছে ৩১ কোটি ৮০ লাখ বার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ গুণ বেশি।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন