রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

ফেসবুক-ইনস্টাগ্রাম-মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ

এআইয়ের সঙ্গে কথোপকথন থেকে বিজ্ঞাপন দেবে মেটা

টেকস্ক্রল

প্রকাশ: ১১:৫৩, ৪ অক্টোবর ২০২৫

এআইয়ের সঙ্গে কথোপকথন থেকে বিজ্ঞাপন দেবে মেটা

এআই চ্যাটবটের সঙ্গে ব্যবহারকারীর কথোপকথন ও ইন্টারঅ্যাকশন থেকে পাওয়া তথ্য দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বিজ্ঞাপন এবং কনটেন্ট সাজাবে মেটা। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে এটি চালু হবে। কোম্পানিটির মোট আয়ের ৯৮ শতাংশই আসে বিজ্ঞাপন। আয় বাড়াতে বিজ্ঞাপনকে আরও কার্যকর করার চেষ্টা করছে তারা।

ব্যবহারকারী মেটা এআইয়ের সঙ্গে টেক্সট বা ভয়েসে যদি কোনো বিষয়ে কথা বলেন, তার ওপর ভিত্তি করে নিউজ ফিডে পোস্ট, রিল, বিজ্ঞাপন এবং গ্রুপের সাজেশন আসবে। যেমন, কেও যদি পর্বতারোহন নিয়ে মেটা এআইকে কিছু জিজ্ঞেস করেন, তাহলে তাকে হাইকিং, মাউন্টেনিয়ারিং বিষয়ক গ্রুপ, পোস্ট বা বিজ্ঞাপন দেখানো হতে পারে।

মেটা বলছে, তাদের এআই অ্যাসিস্ট্যান্টের মাসিক ব্যবহারকারীর সংখ্যা একশ কোটির বেশি। মেটা গুগলের সঙ্গেও আলোচনা করেছে যাতে তাদের জেমিনি এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের বিজ্ঞাপন ব্যবসা আরও শক্তিশালী করা যায়। হোয়াটসঅ্যাপে চ্যাটিং ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ অর্থাৎ সেগুলো আলাদা সুরক্ষিত থাকে। কিন্তু ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের কথোপকথনে এ ধরনের নিরাপত্তা নেই।

মেটা দাবি করেছে, ব্যবহারকারীর ধর্মীয় দৃষ্টিভঙ্গি, যৌন পছন্দ, রাজনৈতিক মতামত, স্বাস্থ্য কোনোভাবেই বিজ্ঞাপনের জন্য টার্গেট করা হবে না। এআইভিত্তিক পার্সোনালাইজেশন বিজ্ঞাপনদাতাদের ব্যবহারকারীর আচরণ ও পছন্দ আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এর ফলে বিজ্ঞাপনগুলো আরও নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছায় এবং প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়ে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন