রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

এনভিডিয়ার এ পণ্যের দাম হতে পারে ৪ হাজার ডলার

এ সপ্তাহেই বিশ্ববাজারে আসছে ডেস্কটপ এআই সুপার কম্পিউটার

টেকস্ক্রল

প্রকাশ: ১৪:১৬, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:২৯, ১৪ অক্টোবর ২০২৫

এ সপ্তাহেই বিশ্ববাজারে আসছে ডেস্কটপ এআই সুপার কম্পিউটার

সুপার কম্পিউটার বলতে আমাদের চোখে এখনও ভেসে বেড়ায় বিশাল এক কম্পিউটিং যন্ত্র, থরে থরে সাজানো প্রোসেসর-হার্ডডিস্কসহ নানাকিছু। এই ধারণা বদলে দিতে বাজারে আসছে এনভিডিয়ার পারসোনাল সুপার কম্পিউটার। চলতি সপ্তাহেই বিশ্ববাজারে উন্মুক্ত হতে পারে ডিজিএক্স স্পার্ক পারসোনাল সুপার কম্পিউটার।
এই মেশিনটি ব্যবহারকরাীদের সবচেয়ে আধুনিক এআই মডেলের সঙ্গে কাজ করতে দেয়ার মতো শক্তিশালী। তবে আকারে  এতোটাই ছোট যে সাধারণ টেবিলেই জায়গা হয়ে যাবে। সেই বিশালকার সুপার কম্পিউটারের ধারণা যেন শেষ হওয়ার পথে।
এনভিডিয়া জানিয়েছে যে, ১৫ অক্টোবর থেকে তাদের অনলাইনে স্পার্ক কম্পিউটার অর্ডার করা যাবে। পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্র্যাঞ্জাইজিতেও। এ বছরের শুরুতে যখন স্পার্কের তথ্য প্রকাশ হয়, তখন প্রতি ইউনিটের দাম বলা হয়েছিলো ৩ হাজার ডলার। তবে এনভিডিয়ার একটি বিজ্ঞপ্তি থেকে ধারণা করা হচ্ছে এই দাম বেড়ে ৪ হাজার ডলার হতে পারে।
স্পার্কের মাধ্যমে এআই সুপার কম্পিউটিংকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে চাইছে এনভিডিয়া। এটি গবেষকদের জন্য বিশেষভাবে কার্যকর হবে। স্পার্কের প্রথম ঘোষণার সময়, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেছিলেন, প্রত্যেক ডেটা বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষার্থীর ডেস্কে একটি সুপার কম্পিউটার স্থাপন তাদের অত্যাধুনিক এআই যুগে প্রবেশে বিশেষ সহায়তা করতে পারে।

সূত্র: দ্যা ভার্জ

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন