রোববার, ৩১ আগস্ট ২০২৫

| ১৫ ভাদ্র ১৪৩২

চ্যাটজিপিটির শপিং সুবিধা

পণ্য কিনবেন আপনি, লভ্যাংশ পাবে ওপেনএআই

প্রকাশ: ০৮:৫২, ৭ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:৪৬, ১১ আগস্ট ২০২৫

পণ্য কিনবেন আপনি, লভ্যাংশ পাবে ওপেনএআই

ব্যবহারকারীর নির্দেশমতো বার্তা, নিবন্ধ বা কবিতা লিখে দেয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শও পাওয়া যায় চ্যাটজিপিটির কাছ থেকে। তাই অনেকেই নিয়মিত চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহার করেন। এবার চ্যাটজিপিটির মাধ্যমে সরাসরি অনলাইনে পছন্দের পণ্য খুঁজে পাওয়া এবং কেনাও যাবে।

চ্যাটজিপিটিতে পরীক্ষামূলকভাবে ‘শপিং’ সুবিধা চালু করেছে ওপেনএআই। সুবিধাটি চালু করে ব্যবহারকারীরা কোনো পণ্যের নাম লিখলে সেটি কোথা থেকে কেনা যাবে, তা জানাবে চ্যাটজিপিটি। সেই পণ্য কিনলে, সংশ্লিষ্ট বিক্রেতা প্রতিষ্ঠান থেকে লাভের একটি অংশ পাবে ওপেনএআই।

চ্যাটজিপিটিতে পণ্য কেনাকাটার সুবিধা অনেকটা গুগলের প্রচলিত অ্যাফিলিয়েট বিপণন পদ্ধতির মতো। নতুন এই সুবিধা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ওপেনএআই জনপ্রিয় ইকমার্স মাধ্যম শপিফাইয়ের সঙ্গে চুক্তিতে যেতে পারে। এতে প্রতিষ্ঠানটির আয়ের নতুন একটি উৎস তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে ইতোমধ্যে ‘শপিং’, ‘চেকআউট’ ও ‘অর্ডার’ নামের কয়েকটি নতুন অপশন বা টগল যুক্ত করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে, সুবিধাটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অবশ্য এই সুবিধা কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে কোনো ঘোষণা দেয়নি ওপেনএআই।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন