শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

গবেষণার তথ্য

অনলাইনে তথ্যফাঁস ৮ গুণ বেড়েছে গত এক বছরে

প্রকাশ: ০১:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

অনলাইনে তথ্যফাঁস ৮ গুণ বেড়েছে গত এক বছরে

কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড সার্ভিস ও ডিজিটাল ইকোসিস্টেম, প্রযুক্তিকে ভিন্ন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। এমনকি আগামী দিনে বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে সাধারণ কাজও প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের কারণে ব্যাপকভাবে বদলে যেতে পারে। তবে এক্ষেত্রে বড় বাধা, সাইবার জগতে ব্যক্তিগত তথ্য আর ব্যাক্তিগত থাকছে না। অনলাইনে থাকা কোটি কোটি ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট প্রতি বছরই হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। ২০২৪ সালেই বিপুল পরিমাণ ডাটা ফাঁসের ঘটনা ঘটেছে।

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান সার্ফশার্কের একটি প্রতিবেদন বলছে, ২০২৩ সালে প্রায় ৭৩ কোটি অনলাইন অ্যাকাউন্ট হ্যাক হয়েছিলো। ২০২৪ সালে এ সংখ্যা ৫৫০ কোটিতে পৌঁছায়। গড়ে প্রতি সেকেন্ডে ১৮০টি অ্যাকাউন্ট হ্যাক হয় বিশ্বজুড়ে।

তথ্য ফাঁস হওয়ায় শীর্ষ ১০ দেশের তালিকায় গত বছর নতুন করে যোগ হয় চীন, জার্মানি ও পোল্যান্ড। চীন ২০২৩ সালে ১২তম অবস্থান থেকে উঠে এসেছে শীর্ষে, জার্মানি ১৬তম থেকে পঞ্চম স্থানে ও পোল্যান্ড ১৭তম থেকে দশমে এসেছে। অন্যদিকে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, ব্রাজিল, ইতালি ও যুক্তরাজ্য ২০২৩ এবং ২০২৪ সালে শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বব্যাপী অনলাইন-ভিত্তিক তথ্য ফাঁসের প্রায় অর্ধেক ঘটনা চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে ঘটেছে।

ক্যাসপারস্কির সাইবার নিরাপত্তা দেয়া প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্সের তথ্য বলছে, ২০২৩-২৪ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ২৩ লাখ ব্যাংক কার্ডের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে।

সার্ফশার্কের তথ্য বলছে, ২০২৪ সালে ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনায়, ৩০০ কোটির বেশি ই-মেইল ঠিকানা ফাঁস হয়। গত বছর সেপ্টেম্বরে একটি গোপন অনলাইন প্লাটফর্মে এ তথ্য প্রকাশ হয়।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন