অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম
যেসব অপ্রয়োজনীয় ফাইল ফোনের জায়গা নষ্ট করছে
প্রকাশ: ১১:৫৯, ২১ আগস্ট ২০২৫ | আপডেট: ২২:৫১, ২৩ আগস্ট ২০২৫

অ্যান্ড্রয়েড ফোনে খুব বেশি অ্যাপ কিংবা ভিডিও না থাকা সত্ত্বেও দ্রুত স্টোরেজ শেষ হয়ে যাওয়ার অভিযোগ কম নয়। হিডেন ফাইল ধীরে ধীরে জায়গা দখল করার কারণে এমনটি হতে পারে। অ্যাপের ক্যাশে পুরনো ডাউনলোড কিংবা ব্যবহার না করা ডাটা ফাইলগুলো অজান্তেই জায়গা দখল করে। তাই স্টোরেজ খালি করতে এগুলো নিয়মিত মুছে ফেলা প্রয়োজন।
সব অ্যাপ কিছু সময়ের জন্য সাময়িক ফাইল সংরক্ষণ করে। এই সংরক্ষণকে ক্যাশ বলে। ফেসবুক-ইনস্টাগ্রাম-এক্স, ব্রাউজার ও বিভিন্ন স্ট্রিমিং অ্যাপের ছবি ও ভিডিও টানা প্রসেসিংয়ের কারণে সবচেয়ে বড় ক্যাশ তৈরি করে। অ্যাপ দ্রুত চালানোর জন্য সাহায্য করে ক্যাশ, কিন্তু অনিয়মিত থাকলে এটি গিগাবাইট পর্যন্ত জায়গা নষ্ট করতে পারে।
ক্যাশ মুছে দিলে ব্যক্তিগত তথ্য বা লগইন মুছে যায় না, তবে স্টোরেজ খালি হয়। ফোনের সেটিংসে গিয়ে একাজ করা যায়।
পুরনো ডাউনলোড
ডাউনলোড ফোল্ডারে প্রায়ই পুরনো পিডিএফ, ছবি, অ্যাপ ইনস্টলার বা ভিডিও ফাইল জমা থাকে। এগুলো আর প্রয়োজন হয় না। অনেক সময় অন্য ফোন থেকে স্থানান্তরিত ফাইলও থাকে। ফাইল ম্যানেজারে ডাউনলোড ফোল্ডার খুলে বড় বা পুরনো ফাইলগুলো চিহ্নিত করে মুছে ফেলা যায়।
ব্রাউজারে জমা ডাটা
ব্রাউজার প্রতিটি ওয়েবসাইটের ছবি, কুকিজ ও ডাটা সংরক্ষণ করে। এটি পেজ দ্রুত লোড করতে সাহায্য করে, কিন্তু জমে গেলে স্টোরেজ নষ্ট করে। পুরনো ক্যাশ মুছে স্টোরেজ খালি করা যায় এবং এতে বেশির ভাগ লগইন ঠিক থাকে। তবে কুকিজ মুছে দিলে প্রায় সব অ্যাকাউন্ট লগআউট হয়ে যায়। গুগল ম্যাপসের মতো নেভিগেশন অ্যাপে অফলাইন ম্যাপ ডাউনলোড করার সুযোগ থাকে। তবে বড় এলাকা ডাউনলোড করলে স্টোরেজ অনেক নষ্ট হতে পারে। অ্যাপে অপ্রয়োজনীয় ম্যাপস ডিলিট করা যায়।
আনইনস্টল করা অ্যাপের অবশিষ্ট ফাইল
অ্যাপ আন-ইনস্টল করলে সব ফাইল মুছে যায় না। বড় গেম বা মিডিয়া অ্যাপের ফোল্ডার ও ক্যাশ ফাইল থাকে। এক্ষেত্রে ফাইল ম্যানেজার ব্যবহার করে অপ্রয়োজনীয় ফোল্ডার মুছে স্থান খালি করা সম্ভব।
মেসেজিং অ্যাপে লুকানো মিডিয়া
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি ছবি, ভিডিও ও অডিও সংরক্ষণ করে। চ্যাট থেকে মুছে দিলেও ফাইল থাকে, যা জায়গা নষ্ট করে।
অ্যাপের ‘স্টোরেজ ম্যানেজমেন্ট’ ব্যবহার করে পুরনো মিডিয়া মুছে জায়গা খালি করা যায়।
এসব লুকানো ফাইল ধীরে ধীরে ফোনের স্টোরেজ নষ্ট করে। তাই নিয়মিত ক্যাশ, ডাউনলোড, অফলাইন ম্যাপস ও মেসেজিং মিডিয়া মুছে ব্যবহারকারীরা মূল্যবান স্টোরেজ উদ্ধার করতে পারেন।