সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

| ১৬ ভাদ্র ১৪৩২

আইফোনসহ বেশ কয়েকটির সাথে মিল

ট্রাম্পের ফোনের বিরুদ্ধে ডিজাইন নকল করে প্রচারের অভিযোগ

প্রকাশ: ০৯:৫০, ২৪ আগস্ট ২০২৫

ট্রাম্পের ফোনের বিরুদ্ধে ডিজাইন নকল করে প্রচারের অভিযোগ

শুরুতেই চরম সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প অর্গানাইজেশনের টি-ওয়ান স্মার্টফোন। গত জুনে এই স্মার্টফোনের ঘোষণা দিয়েছিলো ট্রাম্প অর্গানাইজেশন। অভিযোগ উঠেছে সম্প্রতি প্রচারমূলক পোস্টে অন্যান্য ব্রান্ডের ডিভাইসের ছবি এডিট করে ব্যবহার করছে ট্রাম্পের প্রতিষ্ঠান। অ্যাপল ইনসাইডার বলছে, টি-ওয়ানের প্রচারে যে ছবি দেয়া হয়েছে, সেখানে রেভভেল ৭ প্রো ৫জি, আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রার লোগো ও নকশা কিছুটা পরিবর্তন করে দেখানো হয়েছে। এর আগেও বিশেষজ্ঞরা বলছিলেন, টি-ওয়ানে স্পেসিফিকেশন চীনের একটি ফোনের সঙ্গে অনেকটাই মিলে যায়।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন