রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

| ২৯ ভাদ্র ১৪৩২

দাম ২ হাজার ডলারের বেশি

নতুন সংস্করণের তিন ভাজের স্মার্টফোন আনলো হুয়াওয়ে

প্রকাশ: ১৫:১৬, ৫ সেপ্টেম্বর ২০২৫

নতুন সংস্করণের তিন ভাজের স্মার্টফোন আনলো হুয়াওয়ে

ট্রাইফোল্ড বা তিন ভাঁজের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। এর মাধ্যমে ঘরোয়া বাজারে অবস্থান আরও পোক্ত করলো কোম্পানিটি। আন্তর্জাতিক বাজারেও শক্তভাবে ফিরতে চাইছে চীনের হুয়াওয়ে।

বৃহস্পতিবার নিজেদের ট্রাইফোল্ড স্মার্টফোনের দ্বিতীয় প্রজন্ম উন্মোচন করে চীনা টেক জায়ান্ট।

‘হুয়াওয়ে মেট এক্সটিএস’ নামের নতুন স্মার্টফোনটির দাম ১৭ হাজার ৯৯৯ ইউয়ান। ডলারের হিসাবে এটি প্রায় দুই হাজার পাঁচশ ২০ ডলার। সবচেয়ে বড় মেমোরির মডেলটির দাম প্রায় তিন হাজার ডলার।

ভাঁজ করা য়ায় এমন স্মার্টফোনে সাধারণত একটিই ভাঁজ থাকে। তবে হুয়াওয়ের স্মার্টফোনটিতে দুইজায়গা থেকে ভাঁজ করা যাবে। পুরোপুরি খোলার পর এটি ট্যাবলেটের মতো দেখায়।

গত বছর প্রথমবারের মতো ট্রাইফোল্ড স্মার্টফোন বাজারে আনে হুয়াওয়ে, যেটি ছিল বিশ্বের প্রথম তিন ভাঁজের ফোন। শুরুতে কেবল চীনে বিক্রি হলেও চলতি বছরের শুরুতে অন্য কয়েকটি দেশেও বিক্রি হয় এটি।

‘মেট টিএক্স’ বাজারে আনার পর থেকে এ বছরের দ্বিতীয় প্রান্তিকের শেষ পর্যন্ত মোট চার লাখ ৭০ হাজার ইউনিট বিক্রি করেছে হুয়াওয়ে। এতে কোম্পানির আয় হয়েছে একশ ৩০ কোটি ডলারের বেশি।

তবে নানান চ্যালেঞ্জের কারণে, চীনের বাইরে হুয়াওয়ের বাজার দখলের পরিসর এখনও ছোটই রয়ে গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার কারণেও চাপের মুখে রয়েছে শেনজেনভিত্তিক কোম্পানিটি।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন