বুয়েটের ল্যাবটেস্ট
অপো এ৬ ফোনে মিলবে তাপ নিঃসরণ, স্থিতিশীল নেটওয়ার্ক
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৮:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ছবি: অপো
তাপ নিঃসরণ, নেটওয়ার্ক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ডিউরেবিলিটিতে শীর্ষ পারফরম্যান্সের জন্য আসছে অপো এ৬ প্রো ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছে অপো বাংলাদেশ।
বুয়েটের ল্যাবটেস্টের তথ্য উল্লেখ অপো জানায়, তাদের এ৬ প্রো’র কুলিং সিস্টেমের আগের তুলনায় বেশ আপগ্রেডেড। ডিভাইসটিতে ৪,৩০০ বর্গ মিলিমিটার ভিসি ভেপর চেম্বার ও এক্সপান্ডেড গ্রাফাইট লেয়ার ব্যবহার করা হয়েছে, যা মোট তাপ নিঃসরণের এলাকা ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি করে। ফলে, ডিভাইসটি বেশিক্ষণ ব্যবহার করলেও এর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ে মাত্র।
অপো এ৬ প্রো-তে এআই ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সিলেকশনের সুযোগ থাকায় ভিড়, বেসমেন্ট, সাবওয়ে বা হাই-স্পিড রেলে স্থিতিশীল সংযোগ নিশ্চিত করতে সক্ষম। গেমারদের জন্য এআই গেম অ্যান্টেনা প্রযুক্তি ও এআই গেম ব্যাটল অ্যাক্সিলারেশন এনেছে অপো, যা দুর্বল বা জনবহুল নেটওয়ার্কের ক্ষেত্রেও গেমিং ট্রাফিককে এগিয়ে রাখে।
অপো এ৬ প্রোতে আনা হয়েছে রিভার্স চার্জিং। এর মাধ্যমে এটি পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে সক্ষম। এতে করে ব্যবহারকারীরা মিনি ফ্যান, পোর্টেবল লাইট বা এয়ার পিউরিফায়ারের মতো ছোট ইলেকট্রনিক্স বা অন্যান্য স্মার্টফোনও চার্জ করতে পারবেন, যা তাদের জন্য আরও বেশি স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।
বুয়েটের প্রফেসর ড. মাহবুব আলম বলেন, তাপ নিঃসরণ, নেটওয়ার্ক নির্ভরযোগ্যতা ও ব্যাটারি স্থায়িত্ব, এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে অপো এ৬ প্রো। বাস্তব জগতে এটি চমৎকার ফলাফল দেখিয়েছে, যা এটিকে ব্যবহারকারীদের কাছে আরও বেশি নির্ভরযোগ্য করে তুলবে।
অপো বাংলাদেশ অথোরাইজড ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, এই অর্জন ক্রেতাদের জন্য অর্থপূর্ণ উদ্ভাবন নিয়ে আসার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি। এ৬ প্রো কেবল অত্যাধুনিক ডিজাইনই নয়; বরং, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী মান নিশ্চিত করে।