রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফি রিকো ইমেজিংয়ের অংশীদারিত্ব

ক্যামেরা কোয়ালিটির ছবি মিলবে ফোনে

প্রকাশ: ১১:৪৫, ১২ অক্টোবর ২০২৫

ক্যামেরা কোয়ালিটির ছবি মিলবে ফোনে

কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ও মোবাইল স্ট্রিট ফটোগ্রাফি প্রতিষ্ঠান রিকো ইমেজিং। ছবি, রিয়েলমির সৌজন্যে

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফি প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানির সাথে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে একটি অনুষ্ঠানে এ অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হবে।

চার বছরের প্রস্তুতির পর ইমেজিং খাতের সহযোগিতাগুলোর মধ্যে এ কৌশলগত অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এ উপলক্ষে দুই প্রতিষ্ঠান ‘ফোর ইয়ারস ইন ওয়ান স্ন্যাপ’ ভিডিও প্রকাশ করেছে, যেখানে চার বছরের যৌথ ইঞ্জিনিয়ারিং এবং বিশেষ করে, তাদের একসাথে তৈরি করা প্রথম পণ্য জিটি ৮ প্রো-এর জন্য ডিজাইন করা কিছু ফিচার প্রকাশ করা হয়েছে।

রিয়েলমি ও রিকো জিআরের মধ্যে ব্যাপক কাস্টমাইজেশনের মধ্য দিয়ে, জিটি ৮ প্রো একটি অনন্য ইমেজিং অভিজ্ঞতা নিশ্চিত করতে যাচ্ছে, যেখানে অপটিক্যাল সক্ষমতা, কালার অ্যালগরিদম, ইমেজিং টোন ও রিকো জিআর ক্যামেরার প্রকৃত অনুভূতি অনুসরণ করে একটি স্বতন্ত্র ইউজার ইন্টারফেস ডিজাইন করা হয়েছে।

ডিভাইসটিতে রিকো জিআরের ৩০ বছরের ঐতিহ্য এবং এর আইকনিক ফিল্মের মতো নান্দনিক ও ৫টি ক্লাসিক ইমেজ টোনের সাথে রিয়েলমির মোবাইল ইমেজিংয়ের সক্ষমতা এবং বর্তমান প্রজন্মের পছন্দের সমন্বয় । 

রিয়েলমি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ও সিএমও চেইস সু বলেন, মানুষ এখন একঘেয়ে ‘পারফেক্ট স্টাইল’ ছবি দেখে ক্লান্ত। একে অপরের সাথে মিল না রেখে এখন প্রতিদিনই সবাই তাদের নিজস্ব স্টাইল দেখাতে চায়।

রিকো ইমেজিং কোম্পানির ক্যামেরা বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার কাজুনোবু সাইকি বলেন, রিকো ইমেজিং ও রিয়েলমি উভয়কেই তরুণ ও সৃজনশীল ব্যবহারকারীরা পছন্দ করেন। আমাদের এ অংশীদারিত্ব কেবল পণ্য উদ্ভাবন নয়; বরং, একটি সংস্কৃতি যা নতুন প্রজন্মকে স্ট্রিট ফটোগ্রাফি উপভোগ করতে এবং জীবনের সৌন্দর্য প্রতিদিন আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে।

এ অংশীদারিত্ব কেবল নির্দিষ্ট কোনো পণ্যের সাথে সম্পর্কিত নয়; এটি স্ট্রিট ফটোগ্রাফি সংস্কৃতিকে মোবাইল যুগে নিয়ে আসার মতো একটি বিষয়। এই সহযোগিতার মাধ্যমে, এমনকি যারা সাধারণত ডেডিকেটেড ক্যামেরা ব্যবহার করেন না, তারাও জিটি ৮ প্রো’র মাধ্যমে স্ন্যাপশট ফটোগ্রাফি উপভোগ করার সুযোগ পাবেন।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন