ডিজাইন নিখুঁত করার চেষ্টা করছে অ্যাপল
ফোল্ডেবল আইফোনের উন্মোচন এক বছরের বেশি পিছিয়ে যেতে পারে
টেকস্ক্রল
প্রকাশ: ১০:৩৩, ২০ অক্টোবর ২০২৫

আগামী বছরই অ্যাপলের ফোল্ডেবল আইফোন বাজারে আসবে বলে ধারণা করেছিলেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে তা হচ্ছে না। এবার ধারণা করা হচ্ছে, বহুল প্রতীক্ষিত এই ফোনের উন্মোচন একবছর পেছাবে।
অ্যাপল বলেছে, নতুন ডিভাইসটি যেন প্রিমিয়াম মান ও স্থায়িত্বের চাহিদা পূরণে সক্ষম হয় সেজন্য তারা সময় নিচ্ছে। জাপানি বিনিয়োগ সংস্থা মিজুহো সিকিউরিটিজ জানিয়েছে, এখনো ফোল্ডেবল ফোনের ডিজাইন ও মূল উপাদান চূড়ান্ত করতে পারেনি অ্যাপল। বিশেষ করে কব্জার ডিজাইন ঠিক করতে দেরি হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, আইফোনের নতুন মডেলের বাজার নির্ভর করছে এর ফোল্ডিং প্রক্রিয়া কতোটা নিখুঁত হবে, তার ওপর। সাধারণ স্মার্টফোনের চেয়ে ভাজ করা যায় এমন ফোনের জন্য মজবুত হিঞ্জ (কব্জা) দরকার।
প্রযুক্তির ব্যাপক উন্নতি হলেও ফোল্ডেবল ফোন তৈরি এখনো কঠিন ও ব্যয়বহুল। ডিজাইনের অতি সূক্ষ্ম অদল-বদলেও এগুলোর উৎপাদন সময়সূচিতে ব্যাপক প্রভাব ফেলে। মিজুহো সিকিউরিটিজ জানিয়েছে, অ্যাপল এখনো অন্যান্য যন্ত্রাংশের স্পেসিফিকেশনও চূড়ান্ত করেনি। এতে করে, উন্মোচনের সময় আরো পিছিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
তবে ফোনটির কিছু তথ্য এরই মধ্যে জানা গেছে। আইফোন ফোল্ডের বাইরের ডিসপ্লে হবে ৫ দশমিক ৩৮ ইঞ্চি ও ভেতরের ডিসপ্লে ৭ দশমিক ৫৮ ইঞ্চি। ফোল্ড করা অবস্থায় ফোনটির আকার হবে আইফোন মিনি মডেলের মতো। তবে ভেতরের ডিসপ্লে হবে এখন পর্যন্ত সবচেয়ে বড়।
ফোনটিতে কাস্টম এ২০ প্রো চিপসেট ব্যবহার করতে পারে অ্যাপল, যা মাল্টিটাস্কিং এর জন্য বিশেষভাবে তৈরি।
সূত্র: ইন্ডিয়াটুডে