সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

| ১৬ ভাদ্র ১৪৩২

ভিভোবুক এস১৪ মডেল

কোপাইলটের জন্য আলাদা বাটন আছে আসুসের নতুন ল্যাপটপে

প্রকাশ: ০৯:২৮, ১৩ আগস্ট ২০২৫ | আপডেট: ০৯:৪১, ১৩ আগস্ট ২০২৫

কোপাইলটের জন্য আলাদা বাটন আছে আসুসের নতুন ল্যাপটপে

বাংলাদেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে আসুস বাংলাদেশ। এতে যুক্ত আছে মাইক্রোসফটের এআই প্রযুক্তি কোপাইলট চ্যাটবট। ‘ভিভোবুক এস১৪’ মডেলটিতে কোপাইলট ব্যবহারের জন্য আলাদা বাটন আছে। এতে খুব সহজেই এআই চ্যাটবট চালু করে তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন কাজ করা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আসুস বাংলাদেশ।

উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে চলা এই ল্যাপটপে আসুসের এআই নয়েজ ক্যানসেলিং প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। তাই অনলাইন মিটিং কিংবা ভিডিও কলে স্বাচ্ছন্দ্য মিলছে। দুটি সংস্করণের একটির দাম ১ লাখ ১৮ হাজার টাকা এবং অন্যটির ১ লাখ ৩৫ হাজার টাকা।

ইন্টেল কোর আলট্রা ৫ ও আলট্রা ৭ (সিরিজ ২) প্রসেসরে চলে এই ল্যাপটপ। ১৬ গিগাবাইট র‍্যাম ও ১ টেরাবাইটের ধারণক্ষমতা রয়েছে। ফলে সহজেই দৈনন্দিন কাজের পাশাপাশি ভিডিও সম্পাদনা ও কনটেন্ট তৈরি করা যায়। ল্যাপটপটি একবার চার্জে টানা ২০ ঘণ্টা চলতে পারে। এছাড়া অর্ধেক ব্যাটারি চার্জ হতে সময় লাগে ৪১ মিনিটের কম।

১৪ ইঞ্চি পর্দার ল্যাপটপটির রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ডলবি অ্যাটমস স্পিকারযুক্ত ল্যাপটপটিতে বিল্ট-ইন ক্যামেরা শাটার রয়েছে। কাজ শেষে সহজেই শাটার বন্ধ করে রাখা যায়। দুটি ইউএসবি টাইপ-এ পোর্ট, দুটি ইউএসবি টাইপ-সি পোর্টসহ এইচডিএমআই পোর্ট এবং ৩ দশমিক ৫ মিমি অডিও জ্যাক আছে এতে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন