মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

| ১৬ ভাদ্র ১৪৩২

সিডস ফর ফিউচার বিজয়ী

চীনে ডিজিটাল ট্যালেন্ট সামিটে গেলেন বাংলাদেশের ৮ শিক্ষার্থী

প্রকাশ: ১০:০৫, ১৯ আগস্ট ২০২৫

চীনে ডিজিটাল ট্যালেন্ট সামিটে গেলেন বাংলাদেশের ৮ শিক্ষার্থী

হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫, বাংলাদেশ’ প্রতিযোগিতার ৮ বিজয়ী চীন সফর শুরু করেছেন। ১০ দিনের সফরে তারা ডিজিটাল ট্যালেন্ট সামিটে যোগ দেবেন। এছাড়া ফাইভ-জি, এআই, আইওটি ও স্মার্ট সিটির ওপরও প্রশিক্ষণ নেবেন। সামাজিক যোগাযোগের কর্মসূচিতেও অংশগ্রহণের কথা রয়েছে তাদের। ১৭ আগস্ট রোববার, এসব বিষয় জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় হুয়াওয়ে বাংলাদেশ।

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সিডস ফর দ্য ফিউচার বিজয়ীরা এই সফরে অংশ নিচ্ছেন। জানতে পারবেন সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে। বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ তো পাবেনই, ডিজিটাল ট্যালেন্ট সামিটে শিল্প খাতে নেতৃত্ব দেয়া ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ও করতে পারবেন তারা।

হুয়াওয়ে সাউথ এশিয়ার হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস তানভীর আহমেদ জানান, তারা এখন পর্যন্ত বাংলাদেশে ১২ বার এই কর্মসূচির আয়োজন করেছেন। 

এবারের প্রতিযোগিতার বিজয়ীরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সায়েদ আতিফ রায়হান, নর্থসাউথ ইউনিভার্সিটির ফারিসা জায়নাহ জামান, ব্র্যাক ইউনিভার্সিটির নাফিম করিম খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মো. রেজওয়ান উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাসনিয়া ইফফাত, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মো. সাফিউস সিফাত এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির নুফসাত ফারুক ও ওয়াসিফ উদ্দিন। এ বছর প্রায় ৩ হাজার আবেদন থেকে সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা, সাবলীল উপস্থাপনা যাচাই-বাছাই করে এই ৮ শিক্ষার্থীকে নির্বাচন করা হয়।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন