সাড়ে ৪ লাখ ব্যবহারকারীর পরিবার
সব সুবিধা এক অ্যাপে আনতে যাচ্ছে কার্নিভাল ইন্টারনেট
প্রকাশ: ০৩:৪৯, ২৯ আগস্ট ২০২৫

সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ চালু করতে যাচ্ছে দেশের অন্যতম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কার্নিভাল ইন্টারনেট। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেটের বিল দেয়ার পাশাপাশি ডিজিটাল স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র বিমা কিংবা ই-কমার্সের মাধ্যমে আয়ের সুযোগ পাবেন। বৃহস্পতিবার গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক অনুষ্ঠানে, এসব তথ্য জানান কার্নিভাল ইন্টারনেটের গ্রুপ সিএমও হাসান মেহেদী।
ডট লাইনস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হচ্ছে কার্নিভাল ইন্টারনেট। ১০ বছর আগে এটি যাত্রা শুরু করে। এরই মধ্যে দেশের ৪০৩টি উপজেলায় নিজস্ব ফাইবার ব্রডব্যান্ড নেটওয়ার্ক তৈরি করেছে কার্নিভাল ইন্টারনেট। বর্তমানে ৩১ হাজারের বেশি গ্রাম ও শহরের সাড়ে ৪ লাখের বেশি ব্যবহারকারী কার্নিভ্যালের নেটওয়ার্কে যুক্ত রয়েছেন।
ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ কিভাবে কাজ করবে
অ্যাপটির প্রথম পরীক্ষামূলক সংস্করণে বিল পরিশোধ ও ইন্টারনেট–সংক্রান্ত সুবিধা থাকলেও শিগগির আরও চারটি সুবিধা যুক্ত করা হবে।
১. কার্নিভাল লার্নিংঃ এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা বাংলা ভাষায় অনলাইন কোর্স করে নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন। বিবিসি জানালার মাধ্যমে ইংরেজি শেখার সুযোগও থাকছে।
২. কার্নিভ্যাল কেয়ারঃ প্রত্যন্ত গ্রামে দ্রুত ও সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে সুবিধাটি। ফলে টেলিমেডিসিন ও অন্য স্বাস্থবিষয়ক সেবাগুলো ঘরে বসেই পাওয়া যাবে।
৩. কার্নিভ্যাল অ্যাসিউরঃ দেশের অন্যতম শীর্ষ ইনস্যুরেন্স প্রতিষ্ঠানগুলোর বিভন্ন সুবিধা একই প্ল্যাটফর্মে আনবে কার্নিভ্যাল অ্যাসিউর। ফলে সহজেই স্বাস্থ্য ও জীবনবিমা করতে পারবেন ব্যবহারকারীরা।
৪. বিসেলারঃ কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই যে কেউ প্ল্যাটফর্মটি ব্যবহার করে পণ্য বিক্রির মাধ্যমে আয় করতে পারবেন।