সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

| ৩০ ভাদ্র ১৪৩২

চীনা বিজ্ঞানীদের আবিষ্কার

নতুন এক আঠায় ২-৩ মিনিটেই জোড়া লাগবে হাড়

প্রকাশ: ০০:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নতুন এক আঠায় ২-৩ মিনিটেই জোড়া লাগবে হাড়

দুর্ঘটনায় ভাঙা হাড় চাইলেই তাড়াতাড়ি জোড়া লাগানো সম্ভব হয় না। প্লাস্টার করে মাসের পর মাস রেখে দেয়া কিংবা মেটাল প্লেট আর স্ক্রু ব্যবহার করে জোড়া লাগানোই চিকিৎসকদের সবশেষ উপায়। হাড়ের এই চিকিৎসায় যুগান্তকারী এক আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। তাদের তৈরি এক ধরনের আঠা দিয়ে, ২-৩ মিনিটের মধ্যে ভাঙা হাড় জোড়া দেয়া সম্ভব বলে দাবি করা হচ্ছে। এরইমধ্যে বেশ কয়েকজন রোগীর ওপর এই পদ্ধতি প্রয়োগও করেছেন চিকিৎসকরা।

গবেষকদের দাবি, ঝিনুকের একটি কৌশল কাজে লাগিয়ে তারা এই আঠা তৈরি করেছেন। এই আবিষ্কার অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই আঠার নাম দেয়া হয়েছে 'বোন ০২'।

গবেষকদের তথ্যমতে, এই আঠা ব্যবহার করে হাড়কে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে জোড়া লাগানো যাচ্ছে। এ বিষয়ে গবেষক দলটির প্রধান, অর্থোপেডিক সার্জন লিন শিয়ানফেং বলেছেন, পানির নিচে ঝিনুক কোনো কাঠামোর সঙ্গে কিভাবে শক্ত করে লেগে থাকে, তা পর্যবেক্ষণ করেই আঠার ধারণা পেয়েছেন তারা। এটি, রক্তের উপস্থিতিতেও নিখুঁতভাবে কাজ করতে পারে।

গবেষকেরা দাবি করেছেন, এখনকার ধাতব প্লেট ও স্ক্রু দিয়ে হাড় জোড়া লাগানোর পদ্ধতিকে চ্যালেঞ্জ করছে তাদের নতুন আবিষ্কার। আঠার সবচেয়ে বড় সুবিধা হলো, এটি প্রাকৃতিকভাবেই শরীরের সঙ্গে মিশে যায়। ধাতব প্লেট বা স্ক্রু লাগালে, সেগুলো খুলতে আবারও অপারেশন করতে হয়। আঠার ক্ষেত্রে এমনটি আর প্রয়োজন নেই। তাই সংক্রমণের ঝুঁকিও কমে যায়।

এখন পর্যন্ত বোন ০২ আঠা দেড়শোর বেশি রোগীর ওপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। দেখা গেছে, আঠা দিয়ে জোড়া লাগানো হাড় ১৮০ কেজির বেশি ওজন সহ্য করতে পারে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন