আসছে বিকল্প প্লাটফরম গ্রকিপিডিয়া
ইলন মাস্কের ঘোষণায় বাজার হারাতে যাচ্ছে উইকিপিডিয়া?
টেকস্ক্রল
প্রকাশ: ১০:৪১, ২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৫৪, ৪ অক্টোবর ২০২৫

বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার বিকল্প তৈরি করার ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার নতুন প্রকল্পের নাম হবে গ্রোকিপিডিয়া।
এক্সে এক ব্যবহারকারীর পোস্টের কারণে এ ঘোষণা সামনে আসে। পোস্টে ওই ব্যবহারকারী, উইকিপিডিয়াকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেন। এর জবাবে ইলন মাস্ক লেখেন, তারা গ্রোকিপিডিয়া তৈরি করছেন। এটি উইকিপিডিয়ার চেয়ে অনেক উন্নত হবে। মহাবিশ্বকে বোঝার ক্ষেত্রে এক্সএআইয়ের লক্ষ্য পূরণে গ্রোকিপিডিয়াকে প্রয়োজনীয় ধাপ বলেও উল্লেখ করেন মাস্ক।
উল্লেখ্য, ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই, গ্রোকিপিডিয়া তৈরি করছে।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী দীর্ঘদিন ধরেই উইকিপিডিয়াকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করে আসছেন। তার মতে, উইকিপিডিয়া বামপন্থী চিন্তাধারায় প্রভাবিত। উইকিমিডিয়া ফাউন্ডেশনের অর্থ সংগ্রহের পদ্ধতি নিয়েও প্রশ্ন আছে মাস্কের। অলাভজনক প্রতিষ্ঠানটি মূলত সাধারণ মানুষের অনুদানের ওপর নির্ভর করে।
তবে গ্রোকিপিডিয়া, উইকির মতো সাধারণ মানুষের সম্পাদিত বিশ্বকোষ হবে না। বরং এটি তৈরি হবে গ্রোক চ্যাটবটকে কেন্দ্র করে। ২০২৩ সালের শেষ দিকে গ্রোক চালু হয়। এটি চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে বেশি পরিচিত। গ্রোক মিথ্যা শনাক্ত করতে সক্ষম বলেও দাবি আছে মাস্কের।
তবে মাস্কের এআই সিস্টেম নিয়ে বিতর্কেরও শেষ নেই। ২০২৫ সালের শুরুতে গ্রোক এক উত্তরে বলেছিল, আমেরিকার জন্য সবচেয়ে ক্ষতিকর তিন ব্যক্তি হলেন ইলোন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স। গ্রোক ৪ সংস্করণ চালুর পর একে হিটলারের প্রশংসা করতেও দেখা যায়।
এসব ঘটনায় ব্যাপক সমালোচনাও হয়েছে। যদিও কোম্পানি প্রধান পরে এই বলে ব্যাখ্যা দিয়েছিলেন যে, ব্যবহারকারীরা গ্রোককে ইচ্ছাকৃতভাবে প্রলুব্ধ করেছিলেন।