টেসলার শেয়ারের দামবৃদ্ধিই কারণ
৫০০ বিলিয়ন ডলার সম্পদের পাহাড় ইলন মাস্কের
টেকস্ক্রল
প্রকাশ: ১১:৫৯, ২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:১৮, ২ অক্টোবর ২০২৫

টেসলা সিইও ইলন মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলারের নিট সম্পদের মালিক হয়েছেন। ফোর্বসের বিলিওনিয়ার ইনডেক্স অনুযায়ী, ১ অক্টোবর বিকেল সোয়া ৪টায় প্রযুক্তি প্রতিষ্ঠান মালিকের মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। টেসলার শেয়ারের উত্থান এবং তার অন্য কোম্পানিগুলোর ধারাবাহিক উন্নতি, এই সম্পদ গড়তে সহায়ক ভূমিকা রেখেছে। মাস্কের পরেই আছেন ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার মোট সম্পদ প্রায় ৩৫০ বিলিয়ন ডলার। তিনি বিশ্বের দ্বিতীয় ধনী।
মাস্কের সম্পদ বৃদ্ধির পেছনে কারণ কি?
ইলন মাস্কের ভাগ্য টেসলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোম্পানিটিতে তিনি ১২ শতাংশেরও বেশি মালিক। চলতি বছরের শুরুটা একটু কঠিনই ছিলো। কিন্তু পরে মাস্ক তার কোম্পানিগুলোতে মনোযোগ ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে টেসলার শেয়ারের দামও বাড়তে শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। এ বছর কোম্পানিটির শেয়ারের দাম ১৪ শতাংশের বেশি বেড়েছে। ১ অক্টোবর টেসলার শেয়ার ৩.৩ শতাংশ বাড়ে, যা মাস্কের ঝুলিতে ৬ বিলিয়নের বেশি যোগ করেছে। এআই স্টার্টআপ এক্সএআই এবং রকেট কোম্পানি স্পেসএক্স-সহ অন্যান্য উদ্যোগের দামও বাড়ছে। জুলাই মাসে এক্সএআইয়ের সবশেষ মূল্য ছিল ৭৫ বিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে, শিগগির কোম্পানিটি ২০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করবে।
টেসলার ১ বিলিয়ন ডলারের শেয়ার কিনেছেন মাস্ক
সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরেই টেসলার প্রায় এক বিলিয়ন ডলার মূল্যের শেয়ার কেনেনে ইলন মাস্ক। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া নথি থেকে জানা যায়, গেল ১২ সেপ্টেম্বরে এ লেনদেন সম্পন্ন হয়। যদিও এসব শেয়ার পরোক্ষভাবে একটি ট্রাস্টের মাধ্যমে কিনেছেন মাস্ক। এর আগে ২০২০ সালে, খোলা বাজার থেকে টেসলার ২.৫৭ মিলিয়ন ডলারের শেয়ার কিনেছিলেন মাস্ক। এতে কোম্পানিতে তার অবস্থান আরও পোক্ত হলো।