ব্যবহার হবে রোবট, এআই কম্পিউটারে
সবচেয়ে উন্নত চিপ উৎপাদন শুরুর ঘোষণা ইন্টেলের
টেকস্ক্রল
প্রকাশ: ১২:৩৭, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৩৮, ১৩ অক্টোবর ২০২৫

মার্কিন মুল্লুকে, বিশ্বের সবচেয়ে উন্নত চিপের ব্যাপক উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্টেল। প্রযুক্তি খাতে নিজেদের হারানোর শীর্ষস্থান ফিরে পেতে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছে কোম্পানিটি।
সম্প্রতি ল্যাপটপ, রোবোটিকস ও শিল্প খাতের জন্য নতুন প্রজন্মের প্যান্থার লেক চিপ উন্মোচন করেছে ইন্টেল। এআই-চালিত ল্যাপটপ, বিভিন্ন স্মার্ট ডিভাইস ও হিউম্যানয়েড রোবটে ব্যবহারের উপযোগী এসব প্রসেসর সরবরাহ শুরু হবে ২০২৫ সালের অক্টোবর-ডিসেম্বরে।
ইন্টেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাউন্ড্রি সার্ভিসের প্রধান কেভিন ও’বাকলি জানান, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় কোম্পানির নতুন এফ৫২ কারখানাটি সম্প্রতি সম্পূর্ণরূপে চালু করা হয়েছে। সেখানেই বড় পরিসরে চিপ উৎপাদন শুরু হয়েছে। তিনি আরও বলেন, এ মুহূর্তে এটি বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি, ইন্টেলের নতুন “প্যান্থার লেক” কোম্পানির নিজস্ব উন্নত ১৮এ প্রযুক্তিতে তৈরি প্রথম চিপ।
কোম্পানি-সংশ্লিষ্টরা বলছেন, প্যান্থার লেক চিপে নতুন ধরনের পাওয়ারভিয়া প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে চিপের পেছনের দিক দিয়ে শক্তি সরবরাহ করা হয়, যা চিপকে আরো দ্রুত ও কার্যকর করে। চিপের সিগন্যাল প্রবাহও ভালোভাবে পরিচালিত হয় এবং কম্পিউটার আরো ভালোভাবে কাজ করতে পারে।
ন্যানোমিটার স্তর যত ছোট, চিপ তত উন্নত ও শক্তিশালী হয়। এর আগে টিএসএমসি ও স্যামসাং ঘোষণা করে, কোম্পানি দুটি চলতি বছর দুই ন্যানোমিটারের চিপ উৎপাদন শুরু করবে।