রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

সবচেয়ে বেশি ইন্টারনেট খরচ

যেখানে ব্রডব্যান্ডের মাসিক খরচ প্রায় ৪৬ হাজার টাকা

টেকস্ক্রল

প্রকাশ: ০১:২৫, ১৫ অক্টোবর ২০২৫

যেখানে ব্রডব্যান্ডের মাসিক খরচ প্রায় ৪৬ হাজার টাকা

ব্রডব্যান্ড সংযোগ ব্যবহারে সবচেয়ে বেশি খরচ করতে হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ সলোমন আইল্যান্ডের বাসিন্দাদের। সেখানে অনলাইনে অ্যাকটিভ থাকতে একজন ব্যবহারকারীকে মাসে প্রায় ৪৫৮ ডলার দিতে হয়। দেশটিতে ইন্টারনেট প্যাকেজের দাম ২৩০০ ডলার পর্যন্তও হয়।

বিশ্বজুড়ে ইন্টারনেটের জন্য গড় খরচ মাত্র ৫৬ ডলার। অথচ ওশেনিয়া অঞ্চলের সলোমন আইল্যান্ডে গড় খরচ প্রায় ১০৫ ডলার।

সলোমনের পরেই আছে পূর্ব আফ্রিকার বুরুন্ডি। সেখানে ইন্টারনেটের পেছনে মাসে গড়ে ৩০৫ ডলার খরচ করতে হয়। এতে প্রতি মেগাবাইটের দাম পড়ে প্রায় ১১৭ ডলার। যা সলোমন দ্বীপপুঞ্জের চেয়ে প্রায় ১৫৩ ডলার কম।

সবচেয়ে কম খরচে ইন্টারনেট ব্যবহার করা যায় সুদান, আর্জেন্টিনা, বেলারুস, ইউক্রেন ও মিশরে। সুদানে মাত্র আড়াই ডলার খরচ করলেই মাসজুড়ে ইন্টারনেট পাওয়া যায়। আর্জেন্টিনায় এই খরচ ৫ ডলারের কিছু বেশি। এতে প্রতি মেগাবাইটের খরচ পড়ে এক ডলারের তিন ভাগের এক অংশেরও কম। বেলারুশে মাসিক ইন্টারনেট প্যাকেজে খরচ প্রায় ৭ ডলার।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন