সোমবার, ০৪ আগস্ট ২০২৫

| ১৮ শ্রাবণ ১৪৩২

স্টারলিংকের ইন্টারনেট

বাংলাদেশের চেয়ে যেখানে পিছিয়ে ভারতীয়রা

প্রকাশ: ০৩:১৯, ২ আগস্ট ২০২৫

বাংলাদেশের চেয়ে যেখানে পিছিয়ে ভারতীয়রা

বাংলাদেশে স্টারলিংক তাদের বাণিজ্যিক কার্যক্রম চালু করে ২০২৫ সালের এপ্রিলে। এরপর থেকে শহরাঞ্চল তো বটেই, গ্রামেও শুরু হয় এর ব্যবহার। বিশেষ করে মফস্বল শহর, যেখানে উচ্চগতির ব্রডব্যান্ড সেবা নেই কিন্তু প্রচুর ফ্রিল্যান্সার কাজ করেন, সেখানে স্টারলিংকের ব্যবহার অনেকটা নিরবেই বেড়ে চলেছে।

তাহলে ভারতীয়দের অবস্থা?

পিটিআইয়ের প্রতিবেদন বলছে, খুব শিগগির ভারতীয়রাও এই সেবা উপভোগ করতে চলেছেন। মাসিক প্রায় ৩০০০ রুপি খরচে পাওয়া যাবে হাইস্পিড ইন্টারনেট। তবে প্রথম দিকে এই পরিষেবা ব্যাপকভাবে পাওয়া যাবে না। দেড়শো কোটি জনসংখ্যার দেশটিতে প্রায় ২০ লাখ মানুষ, ইলন মাস্কের কোম্পানির পরিষেবা পাবে। মূলত দুর্গম এবং প্রত্যন্ত এলাকার সমস্যার সমাধান করতেই এই রোলআউটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতে এই ইন্টারনেটের স্পিড রেঞ্জ ২৫ এমবিপিএস থেকে ২২০ এমবিপিএস-এর মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।

তবে ভারতে কবে নাগাদ এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে, সে বিষয়ে এখনও ঘোষণা করেনি স্টারলিংক। ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এই পরিষেবা চালু হবে। সম্ভবত চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শেষ দিকে এটি হতে পারে। যদি এমনটিই ঘটে তাহলে বাংলাদেশ থেকে ভারতীয়রা পিছিয়ে থাকবে প্রায় ৯ মাস।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন