মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

| ১৬ ভাদ্র ১৪৩২

গাজীপুরে ৮০ কিলোওয়াটের প্রকল্প

সৌরবিদ্যুতে চলে বাংলালিংকের ডেটা সেন্টার

প্রকাশ: ০৯:৩০, ১ সেপ্টেম্বর ২০২৫

সৌরবিদ্যুতে চলে বাংলালিংকের ডেটা সেন্টার

পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে আগে থেকেই অগ্রগামী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম বাংলালিংক। প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এবার গাজীপুরে নিজস্ব ডেটা সেন্টারে ৮০ কিলোওয়াটের সোলার পাওয়ার সিস্টেম বসালো প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে, প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে, দেশে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করে ডেটা সেন্টার চালু করলো বাংলালিংক।

টেকসই ও পরিবেশবান্ধব সেবাদানের লক্ষ্যপূরণে, বাংলালিংক দীর্ঘমেয়াদি সমাধানে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে; আর এক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি পরিবেশের প্রতি নিজেদের দায়বদ্ধতাকে সমানভাবে অগ্রাধিকার দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কের বলেন, এ সবুজ উদ্যোগের মাধ্যমে টেকসই উদ্ভাবনের যাত্রায় নতুন মানদণ্ড তৈরি করেছে বাংলালিংক। যা পরিবেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ব্যবস্থার মাধ্যমে প্রতিবছর প্রায় ০.১৩ গিগাওয়াট ঘণ্টা সবুজ জ্বালানি উৎপন্ন হবে। এর ফলে, প্রতিবছর ৬০ টন কার্বন নিঃসরণ কম হবে। এছাড়া জ্বালানির ক্ষেত্রে প্রতিষ্ঠানের বছরে প্রায় ১২,৬০০ ডলার সাশ্রয় হবে। ছাদের অব্যবহৃত ৯ হাজার বর্গফুট জায়গায় এ বিদ্যুৎ ব্যবস্থা বসানো হয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আশা, প্রকল্পে বিনিয়োগ করা অর্থ দ্রুতই উঠে আসবে।  বাংলালিংক ভবিষ্যতে অব্যবহৃত আরও স্থান কাজে লাগিয়ে সবুজ জ্বালানি উৎপাদন বৃদ্ধিতে অগ্রাধিকার দিয়ে কাজ করবে। বলেও জানান হুসেইন।

সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বাংলালিংক কার্বন নিঃসরণে ও সামগ্রিকভাবে পরিবেশের ওপর নিজেদের কার্যক্রমের প্রভাব কমানোর পাশাপাশি প্রতিষ্ঠানকে ভবিষ্যৎ উপযোগী করে তোলা ও সক্ষমতা বৃদ্ধির যাত্রায় একধাপ এগিয়ে গেছে।

পরিবেশবান্ধব অপারেটর হওয়ার যাত্রায় প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উদ্বুদ্ধ করছে বাংলালিংক, যা এ খাতে সবুজ প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন