রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

ওকলার স্পিডটেস্ট ইনডেক্সে

বাংলাদেশ পিছিয়েছে মোবাইল ইন্টারনেটের গতিতে, এগিয়েছে ব্রডব্যান্ডে

আইরিন খাতুন, ঢাকা

প্রকাশ: ১৯:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ পিছিয়েছে মোবাইল ইন্টারনেটের গতিতে, এগিয়েছে ব্রডব্যান্ডে

মোবাইল ইন্টারনেট সেবার গতি বিবেচনায় অবনমন ঘটেছে বাংলাদেশ। আট মাসের ব্যবধানে ১০৩টি দেশের তালিকায় ছয় ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৯১তম। চলতি বছরের জানুয়ারিতে যা ছিল ৮৫। যুক্তরাষ্ট্রত্তিক প্রতিষ্ঠান ওকলার স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্সে সাম্প্রতিক তথ্যে উঠে এসেছে এ চিত্র।


ওকলার ইনডেক্স অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশের চার মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবার গড় ডাউনলোড গতি ছিল ৩৯ দশমিক ২৭ এমবিপিএস (মেগাবিটস পার সেকেন্ড)। তবে সর্বশেষ আগস্টে তা কিছুটা কমে দাঁড়ায় ৩৬ দশমিক ৮৪ এমবিপিএসে। এসময় আপলোড গতি ছিল ১২ দশমিক ৪৭ এমবিপিএস, যা চলতি বছরের জানুয়ারিতে ছিল ১৩ দশমিক ৩০ এমবিপিএস। বর্তমানে মেডিয়ান ল্যাটেনসি ২৪ মিলিসেকেন্ড। 


আগস্ট শেষে মোবাইল ইন্টারনেট সেবার গতি বিবেচনায় তালিকার প্রথম স্থানে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত। দেশটিতে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ৬১৪ দশমিক ৪২ এমবিপিএস। আর পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ২৫। দেশটিতে গড় ডাউনলোড গতি ১৩১ দশমিক ৭৭ এমবিপিএস। 


এদিকে, ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে ৮মাসের ব্যবধানে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারিতে ১৫৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৯৯। আর সর্বশেষ আগস্টের তথ্য বিশ্লেষণে তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৬তম। 
ওকলার তথ্য মতে, জানুয়ারিতে বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড গতি ছিল ৫১ দশমিক ৩৬ এমবিপিএস যা আগস্টে এসে কিছুটা বেড়ে হয়েছে ৬০ দশমিক ২৬ এমবিপিএস। আর জানুয়ারিতে আপলোড গতি ছিল ৪৯ দশমিক ১৯ এমবিপিএস। যা জুনে বেড়ে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ২৫ এমবিপিএস। আর ল্যাটেন্সি ৫ মিলি সেকেন্ড।


ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার গতি বিবেচনায় তালিকার প্রথম স্থানটিতে রয়েছে সিঙ্গাপুর। দেশটির ডাউনলোড গতি ৩৯৪ দশমিক ৩০ এমবিপিএস। আর পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে তালিকার ৯৮তম স্থানে। দেশটির ডাউনলোড গতি ৫৯ দশমিক শূন্য ৭ এমবিপিএস। ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট গতির ওপর একটি প্রতিবেদন প্রকাশ করে।


প্রসঙ্গত, ২০০৬ সালে প্রতিষ্ঠিত ওকলা নিয়মিত ইন্টারনেটের বৈশ্বিক গতি সূচক প্রকাশ করে আসছে। সংশ্লিষ্ট মাসের গতির তালিকা তৈরিতে তিন মাসের ডাটা বিশ্লেষণ করে ওকলা।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন