বিটিআরসির জরুরি বার্তা:
১০টির বেশি সিম রাখলে ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্টার বাধ্যতামূলক
টেকস্ক্রল
প্রকাশ: ১৭:০৯, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:৩০, ১৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে তা ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।
অন্যথায়, কমিশন নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসি’র ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমকার্ডসমূহ ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করুন।”
গ্রাহকরা তাদের নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন।
মোবাইল থেকে 16001# নম্বরে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে।
প্রতিউত্তরে সংশ্লিষ্ট অপারেটর ও সিমসংখ্যা এসএমএসে জানিয়ে দেওয়া হবে।
বিটিআরসি আরও জানিয়েছে, যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে কমিশন দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে ডি-রেজিস্টার করবে।
বিটিআরসি’র এই উদ্যোগের লক্ষ্য
অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা, এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করা।