মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

| ১৬ ভাদ্র ১৪৩২

বাংলাদেশে বিনিয়োগে আহ্বান আজিয়াটাকে

৫জি সেবা ও ডেটা সেন্টারে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশ: ১৪:৫৭, ১৪ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:৫৮, ১৪ আগস্ট ২০২৫

৫জি সেবা ও ডেটা সেন্টারে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশে ৫জি সেবা চালু ও ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটা বারহাদকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

মঙ্গলবার কুয়ালালামপুরে আজিয়াটার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও ডিজিটাল খাতের অগ্রগতির জন্য উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য।

তিনি জানান, অন্তর্বর্তী সরকার লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজতর ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে পদক্ষেপ নিয়েছে, যাতে শীর্ষ টেলিযোগাযোগ অপারেটররা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগে উৎসাহিত হয়।

আজিয়াটা বারহাদের গ্রুপ সিইও বিবেক সুদ বৈঠকে বলেন, বাংলাদেশে ইতিমধ্যে ৫জি পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করেছে রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা।

তবে পূর্ণাঙ্গ ৫জি সেবা বাস্তবায়নের জন্য দেশের ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ জরুরি।

তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে প্রায় ২০ কোটি ডলার করে বিনিয়োগ করেছে রবি এবং ৫জি সেবা চালুর ক্ষেত্রেও তারা আগ্রহী।

তবে উচ্চমূল্যের স্পেকট্রাম ফি ও খণ্ডিত লাইসেন্স কাঠামো বিদেশি অপারেটরদের বিনিয়োগ সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

বিবেক সুদ আরও বলেন, বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপনেও যৌথ বিনিয়োগে আগ্রহী আজিয়াটা।

বেসরকারি খাত ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরের কাছে আসা এবং বোঝাপড়া তৈরি করা।”

আজিয়াটার পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন গ্রুপ চেয়ারম্যান ও স্বতন্ত্র নন-এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিল রিদজা রিদজুয়ান।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফওজুল কাবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুফি সিদ্দিকি, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

এছাড়া উপস্থিত ছিলেন আজিয়াটা গ্রুপের প্রধান নিয়ন্ত্রক ও সরকারি বিষয়ক কর্মকর্তা ফুং চি কিয়ং এবং গ্রুপের প্রধান ব্যবসা ও প্রযুক্তি কর্মকর্তা টমাস হুন্ডট।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন