রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

এশিয়ার মোট ১৮ দেশে চালুর ঘোষণা

বাংলাদেশে চালু হয়েছে চ্যাটজিপিটি গো, মাসিক চার্জ ৬০০ টাকা

টেকস্ক্রল

প্রকাশ: ১১:৪৩, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:০৪, ১১ অক্টোবর ২০২৫

বাংলাদেশে চালু হয়েছে চ্যাটজিপিটি গো, মাসিক চার্জ ৬০০ টাকা

বাংলাদেশসহ এশিয়ার ১৬টি দেশে কম দামে সাবস্ক্রিপশন চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। চ্যাটজিপিটি গো নামের এই সেবার আওতায়, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

ওপেনএআই জানিয়েছে, নতুন ১৬টিসহ এশিয়ার মোট ১৮টি দেশে চ্যাটজিপিটি গো সেবা পাওয়া যাবে। নতুন দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ব্রুনাই দারুসসালাম, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড, তিমুর-লেস্তে ও ভিয়েতনাম। চলতি বছরের শুরুতে ভারত ও ইন্দোনেশিয়ায় পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করেছিলো ওপেনএআই।

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বিভাগের প্রধান নিক টারলি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে চ্যাটজিপিটিকে আরো সাশ্রয়ী করার দাবি জানিয়ে আসছেন। এজন্যই নতুন এ সেবা চালু করা হয়েছে।

বাজেট ফ্রেন্ডলি এই সাবস্ক্রিপশন প্ল্যানে ব্যবহারকারীরা ফ্রি সংস্করণের সব সুবিধা পাবেন। পাশাপাশি ছবি তৈরি, ফাইল আপলোড, উন্নত তথ্য বিশ্লেষণের মতো অতিরিক্ত সুবিধাও পাবেন। ভারতে মাসে চ্যাটজিপিটি গো এর মাসিক চার্জ প্রায় ৪ ডলার ৫ সেন্ট। ইন্দোনেশিয়ায় এই চার্জ প্রায় ৪ ডলার ৫৩ সেন্ট। ওপেনএআই জানিয়েছে, অন্যান্য এশীয় দেশে স্থানীয় বাজার অনুযায়ী দাম ভিন্ন হতে পারে, তবে ৫ ডলারের নিচে থাকবে। যা বাংলাদেশি ৬০০ টাকার মতো।

বর্তমানে ওপেনএআইয়ের আরো দুটি সাবস্ক্রিপশন প্ল্যান আছে। চ্যাটজিপিটি প্লাস প্রতি মাসে ২০ ডলার ও চ্যাটজিপিটি প্রো প্রতি মাসে ২০০ ডলার। এছাড়া ব্যবসায়িক গ্রাহকদের জন্য মাসে ২৫ ডলারের একটি প্ল্যানও রয়েছে।

ওপেনএআইয়ের ভাষ্য, নিম্ন আয়ের দেশগুলোয় চ্যাটজিপিটির ব্যবহার গত কয়েক মাসে উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় চার গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ধীরে ধীরে সব দেশেই বাজেটবান্ধব চ্যাটজিপিটি গো সেবা চালু করা হবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন