বুধবার, ১২ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

বিজনেস ইনসাইডারের রিপোর্ট

এবারে ব্যক্তিগত স্বাস্থ্যসহকারী আনতে যাচ্ছে ওপেনএআই

প্রকাশ: ১২:২০, ১১ নভেম্বর ২০২৫

এবারে ব্যক্তিগত স্বাস্থ্যসহকারী আনতে যাচ্ছে ওপেনএআই

ব্যক্তিগত স্বাস্থ্যসহকারী আনতে যাচ্ছে ওপেনএআই

অনেক ব্যবহারকারীই স্বাস্থ্য পরামর্শ খোঁজেন

ধরুন আপনি ওষুধ খেতে ভুলে যান। কিংবা সন্তানের টিকার তারিখ ভুলে গেলেন। অথবা নিজেরই কোনো ভ্যাকসিনের এক-দু বছর পরের ডোজের বিষয়ে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করাটা আপনার জন্য কষ্টকর মনে হলো। এক্ষেত্রে কি করবেন? স্বাভাবিক উত্তর হতে পারে যে অনলাইন ক্যালেন্ডারে লিখে রাখলেই তো হয়। সেটাও কম কষ্টের না। যদি এমন হয় যে এআই চালিত একটি সহকারী আপনার স্বাস্থ্যের সব খবর রাখছে এবং সময়ে সময়ে আপনাকে বিস্তারিত বিষয় জানিয়ে দিচ্ছে। এমনটা অনেকেই চাচ্ছেন। কারণ, চ্যাটজিপিটির ৮০ কোটি ব্যবহারকারীর মধ্যে অনেকেই চিকিৎসা সংক্রান্ত পরামর্শ খোঁজেন।

এখনও সরাসরি ঘোষণা আসেনি, তবে...

এই পরিসংখ্যানের কারণে এবার ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী বানাতে যাচ্ছে ওপেনএআই। কোম্পানিটি সরাসরি এ নিয়ে কোনো ঘোষণা না দিলেও, তাদের কিছু কর্মকাণ্ডে এমন ধারণা জোরালো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বাস্থ্যসেবা প্রোগ্রামের জন্য এরইমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি। গেল জুন মাসে চিকিৎসকদের নেটওয়ার্ক ডক্সিমিটি’র সহ-প্রতিষ্ঠাতা নেইট গ্রসকে হেলথকেয়ার স্ট্র্যাটেজির প্রধান হিসেবে নিয়োগ দেয় চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি। এছাড়া অগাস্টে, ইনস্টাগ্রামের সাবেক নির্বাহী অ্যাশলে আলেকজান্ডারকে স্বাস্থ্য পণ্যের ভাইস প্রেসিডেন্ট করেছে ওপেনএআই।

 মানুষের করা বেশিরভাগ কাজ দখলে নিতে পারে এআই

বিফল হয়েছে অনেকে

প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে গুগল, অ্যামাজন ও মাইক্রোসফট আরও আগেই এ ধরনের প্রকল্প নিয়েছিলো। তারা চেয়েছিলো, ব্যবহারকারীদের নিজস্ব স্বাস্থ্য-সংক্রান্ত তথ্যের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই, কোনো স্বাস্থ্যকেন্দ্রের কাছে নয়। তবে উদ্যোগগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়নি।

 চিপ ছাড়াই মনের কথা জানতে অল্টম্যানের বিনিয়োগ

কম সাড়া পাওয়ার কারণে গুগল ২০১১ সালে তাদের স্বাস্থ্য রেকর্ড সার্ভিস বন্ধ করে দেয়। অ্যামাজন ২০২৩ সালে বন্ধ করে দেয় তাদের ফিটনেস ট্র্যাকার ব্যবসা। মাইক্রোসফটের ‘হেলথভল্ট’ প্ল্যাটফর্মও জনপ্রিয়তার মুক দেখেনি।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন