একটি কাঠামো গঠনের ঘোষণা অল্টম্যানের
কনটেন্টের কপিরাইট থাকলে আয় ভাগ করবে ওপেনএআইয়ের সোরা অ্যাপ
টেকস্ক্রল
প্রকাশ: ১২:১৮, ১২ অক্টোবর ২০২৫
কৃত্রিম বুদ্ধিমত্তার ভিডিও টুল সোরা-তে কনটেন্ট ক্রিয়েটরদের আধিপত্য বাড়াচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এ উদ্যোগের ফলে, কনটেন্টের কপিরাইট যার, তিনি নির্ধারণ করতে পারবেন, তাদের নির্মিত চরিত্র বা কনটেন্ট কীভাবে ব্যবহার করা যাবে। একইসাথে যারা নিজেদের কনটেন্ট ব্যবহারের অনুমতি দেবেন, তাদের সঙ্গে আয় ভাগাভাগির ব্যবস্থাও চালু করার চিন্তায় প্রতিষ্ঠানটি।
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এক ব্লগপোস্টে বলেছেন, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সূক্ষ্ম ও বিস্তারিত নিয়ন্ত্রণব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে তারা চাইলে নিজেদের চরিত্র বা উপাদানের ব্যবহার পুরোপুরি বন্ধও করতে পারবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্টের প্রসার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে মেধাস্বত্ব ও নির্মাতাদের ন্যায্য পারিশ্রমিক নিয়ে উদ্বেগও বেড়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এখন উদ্ভাবন ও নির্মাতাদের ন্যায্য পাওনার মধ্যে ভারসাম্য রাখতে হচ্ছে।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডায় সোরা অ্যাপ উন্মুক্ত করা হয়েছে। এটি এআইনির্ভর হলেও চ্যাটজিপিটির সঙ্গে এর সম্পর্ক নেই। এখানে সর্বোচ্চ ১০ সেকেন্ডের ভিডিও তৈরি ও শেয়ার করা যায়। এটি অনেকটা সামাজিক যোগাযোগমাধ্যমের মতো কাজ করে। প্রকাশের পর দ্রুতই অ্যাপটি জনপ্রিয়তা পেয়েছে।
তবে এটি হলিউডে নতুন বিতর্ক তৈরি করেছে। ওয়াল্ট ডিজনিসহ কিছু বড় স্টুডিও নিজেদের কনটেন্ট সোরা অ্যাপে ব্যবহারের অনুমতি দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্যাম অল্টম্যান জানিয়েছেন, কপিরাইটধারীদের সঙ্গে আয় ভাগাভাগির একটি কাঠামো শিগগির চালু করবেন তারা। যারা নিজেদের চরিত্র বা কনটেন্ট ব্যবহারের অনুমতি দেবেন, তারা অ্যাপের আয়ের অংশ পাবেন। তবে এই মডেল বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে জানান অল্টম্যান। প্রাথমিকভাবে সোরা অ্যাপে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হবে। এরপর ধীরে ধীরে ওপেনএআইয়ের অন্যান্য পণ্যেও তা চালু হবে।
বর্তমানে ওপেনএআই টেক্সট-টু-ভিডিও প্রযুক্তিতে মেটা ও অ্যালফাবেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্প্রতি মেটা, ভাইবস নামের একটি নতুন মাধ্যম উন্মোচন করেছে, যেখানে ব্যবহারকারীরা স্বল্পদৈর্ঘ্যের এআইনির্ভর ভিডিও তৈরি ও শেয়ার করতে পারেন।
