মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

| ১৬ ভাদ্র ১৪৩২

৩ কোটি টাকা জমা রাখার সক্ষমতা চায় বিএসসিএল

স্টারলিংকের রিসেলার হবেন? ২৭ আগস্ট বিকেল ৫টার মধ্যে আবেদন করুন

প্রকাশ: ১৪:২৬, ১৭ আগস্ট ২০২৫

স্টারলিংকের রিসেলার হবেন? ২৭ আগস্ট বিকেল ৫টার মধ্যে আবেদন করুন

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবায় লাইসেন্স আছে এমন আইএসপি,ক্যাবল টিভি অপারেটর ও আইসিটি বা ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবসায়ীদের কাছ থেকে রিসেলার পার্টনার নিয়োগে আগ্রহপত্র আহ্বান করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় থাকা স্যাটেলাইট কোম্পানি লিমিটেড--বিএসসিএল।

আবেদনকারী প্রতিষ্ঠানকে ন্যূনতম ৩ কোটি টাকা প্রি-পেমেন্ট করার সক্ষমতা থাকতে হবে। তবে এই টাকা, ক্রয়ের সাথে এডজাস্ট করা হবে। 

নিজস্ব স্যাটেলাইট তো আছেই, পাশাপাশি বাংলাদেশে স্টারলিংকের পণ্য ও সেবার প্রচার, পরিচালনার পরিবেশকও নিযুক্ত হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি।

বিএসসিএল জানায়, নির্বাচিত রিসেলার পার্টনাররা নিজস্ব সক্ষমতায় স্টারলিংক সেবা প্রচার, ইনস্টলেশন ও পোস্ট-ইনস্টলেশন সহায়তা, রাজস্ব সংগ্রহ এবং চুক্তিভিত্তিক অন্যান্য দায়িত্ব পালন করবেন। আগ্রহীদের আগামী ২৭ আগস্ট বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের সময় আগ্রহী প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রক সংস্থা (BTRC, BTV ইত্যাদি) থেকে লাইসেন্সের অনুলিপি, বৈধ ট্রেড লাইসেন্সের অনুলিপি, সর্বশেষ ট্যাক্স রিটার্নসহ TIN-এর অনুলিপি, VAT রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অনুলিপি, কোম্পানির গত ২ বছরের অডিট রিপোর্ট, সংশ্লিষ্ট শিল্পখাতে কমপক্ষে ২ বছরের কার্যক্রমের প্রমাণ, ক্লায়েন্ট বা গ্রাহক তালিকা, বিক্রয় ও প্রযুক্তি সহায়তা টিমের বিবরণ এবং নির্ধারিত ব্যাংক থেকে তিন কোটি টাকার প্রি-পেমেন্টের আর্থিক সক্ষমতার প্রমাণ।

 আগ্রহীদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানাতে বিএসসিএল আগ্রহীদের জন্য একটি অনলাইন সেশন আয়োজন করবে। ১৯ আগস্ট ২০২৫ বিকেল ৫টার মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন