গেম খেলার জন্য মোবাইল ফোন কেনার সময় শুধু দাম নয়, দেখতে হয় প্রসেসর, র্যাম, ডিসপ্লে রিফ্রেশ রেট, কুলিং সিস্টেম ও ব্যাটারির সক্ষমতা। ২০২৫ সালের বাজারে এমন বেশ কয়েকটি ফোন এসেছে, যেগুলো গেমিংয়ের জন্য আলাদাভাবে অপ্টিমাইজড। নিচে দেওয়া হলো এমনই সেরা ৫টি ফোনের তালিকা ও বিস্তারিত রিভিউ।