সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

হ্যাকারদের নতুন লক্ষ্য এসব ডিভাইস

আইওটি ডিভাইস বাড়ছে, সঙ্গে বাড়ছে হার্ডওয়্যারের নিরাপত্তা ঝুঁকি

টেকস্ক্রল

প্রকাশ: ১২:৪৪, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:৪৩, ১৯ অক্টোবর ২০২৫

আইওটি ডিভাইস বাড়ছে, সঙ্গে বাড়ছে হার্ডওয়্যারের নিরাপত্তা ঝুঁকি

আইওটি ডিভাইসের নিরাপত্তা ঝুঁকি – হ্যাকিংয়ের আশঙ্কা

আইওটি--ইন্টারনেট অব থিংস ডিভাইসের সংখ্যা দ্রুত বাড়ছে। এখন বাংলাদেশের প্রত্যন্ত গ্রামেও স্মার্টহোম, রাউটার, সিসি ক্যামেরা ব্যবহার হচ্ছে। শহরাঞ্চলে অনেকেই এখন রোবট ভ্যাকুয়াম ক্লিনার কিংবা মপ ব্যবহার করেন। এমন বিপুল ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বাগক্রাউড জানাচ্ছে, এখন আগের চেয়ে সাইবার নিরাপত্তা ঝুঁকি অনেক বেড়েছে। কারণ এখন স্মার্টহোম ডিভাইস, রাউটার, মডেম, সিসিটিভি ক্যামেরার মতো ডিভাইসগুলো বেশির ভাগ ক্ষেত্রে ভালোভাবে সুরক্ষিত থাকে না। সহজেই এগুলোকে হ্যাক করা যায়। এর সঙ্গে বিভিন্ন অ্যাপ ও ডিভাইসের সংযোগে ব্যবহৃত এপিআই ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তির দ্রুত প্রসারও যুক্ত হয়েছে।

আইওটির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সম্প্রতি বৈশ্বিক পর্যায়ে হার্ডওয়্যারের দুর্বলতা ৮৮ শতাংশ বেড়েছে। গত এক বছরে ৮১ শতাংশ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নতুন ধরনের হার্ডওয়্যার দুর্বলতার মুখোমুখি হয়েছেন বলে জানান।

বিশেষজ্ঞদের মতে, হার্ডওয়্যার দুর্বলতা ডিভাইসের নিরাপত্তা ঘাটতি বা সফটওয়্যার ও নেটওয়ার্ক স্তর ছাড়াই সরাসরি আক্রমণের পথ তৈরি করে। যেমন কম্পিউটার, রাউটার, স্মার্ট ক্যামেরা বা আইওটি ডিভাইসের দুর্বলতা ব্যবহার করে হ্যাকার সেটি নিয়ন্ত্রণ বা ডাটা চুরি করে।

বিশ্বের বিভিন্ন দেশ ও কোম্পানি নতুন ডিভাইস তৈরির সময় থেকেই নিরাপত্তা নিশ্চিত করে। তবু বাস্তবে অনেক আইওটি ডিভাইস এখনো দুর্বল নিরাপত্তা নিয়ে বাজারে যাচ্ছে। বাগক্রাউডের প্রতিবেদনে হাজার হাজার পাবলিক ও প্রাইভেট বাগ বাউন্টি প্রোগ্রামের নিরাপত্তা ত্রুটি বিশ্লেষণ করা হয়েছে। এখানে হাজার হাজার ডিভাইস, অ্যাপ, ওয়েবসাইট ও সার্ভারে পাওয়া অসংখ্য নিরাপত্তা ত্রুটি নিয়ে আলোচনা করা হয়েছে।

বাগক্রাউডের সাইবার নিরাপত্তা প্রধান নিক ম্যাকেঞ্জি বলেন যে, এআই প্রযুক্তির দ্রুত প্রসারে সাইবার নিরাপত্তাও জটিল হয়ে যাচ্ছে। একা কোনো সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এ সমস্যা মোকাবেলা করতে পারবে না।

আইওটি ডিভাইস আমাদের জীবন সহজ করছে, কিন্তু সুরক্ষার ঘাটতি দূর না হলে এর ক্ষতি হতে পারে ভয়াবহ।

স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন