গুগল-স্যামসাং যৌথ উদ্যোগ
অ্যাপলকে চ্যালেঞ্জে ফেলেছে গ্যালাক্সি এক্সআর হেডসেট
টেকস্ক্রল
প্রকাশ: ১১:২০, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৪৮, ২৩ অক্টোবর ২০২৫

অ্যাপলকে চ্যালেঞ্জে ফেলেছে গ্যালাক্সি এক্সআর হেডসেট
স্মার্ট হেডসেট প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে স্যামসাং
স্মার্টফোনের পরবর্তী ধাপ হতে যাচ্ছে হেডসেট ডিভাইস। এখন স্মার্টফোনের পাশাপাশি মিক্সড রিয়্যালিটি বা এক্সআর হেডসেট নিয়ে কাজ করছে বিভিন্ন কোম্পানি। এই যেমন-- অ্যাপলকে টেক্কা দিতে গুগল ও স্যামসাং যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির গ্যালাক্সি এক্সআর হেডসেট এনেছে বাজারে।
দাম ও ব্যবহৃত প্রযুক্তি
এক্সআর হেডসেট ভার্চুয়াল এবং বাস্তব-দুই জগৎ একসঙ্গে দেখিয়ে, ব্যবহারকারীকে রিয়েল টাইম ইন্টারঅ্যাকশনের সুযোগ করে দেয়। ১ হাজার ৮০০ ডলার বা ২ লাখ টাকার বেশি দামে গ্যালাক্সি এক্সআর বিক্রি হচ্ছে। যা অ্যাপলের ভিশন প্রোর দামের প্রায় অর্ধেক।
শুরুর দিকের ক্রেতারা জেমিনি এআই সহকারীর পেইড ভার্সন ও এক বছরের ইউটিউব প্রিমিয়ামসহ বেশকিছু ডিজিটাল সুবিধা পাবেন বিনামূল্যে। হেডসেটটির সফটওয়্যার গুগলের তৈরি, আর চিপ কোয়ালকমের।
গ্যালাক্সি এক্সআর হাত নেড়ে কিংবা কথা বলে-দুভাবেই ব্যবহার করা যায়। ডিভাইসটির ফোর-কে ডিসপ্লেতে বাইরের বাস্তব জগতের চিত্রও দেখা যাবে। এর ডিজাইন অনেকটাই অ্যাপল ভিশন প্রোর মতো।
গ্যালাক্সি এক্সআরে জেমিনি ব্যবহার করে ভার্চুয়াল ওয়ার্কস্পেসে অ্যাপের উইন্ডো সাজানো, গুগল ম্যাপে ল্যান্ডমার্ক সম্পর্কে প্রশ্ন করা বা ভিডিও তৈরি করা সম্ভব। প্রদর্শনীতে জেমিনি ত্রুটিমুক্তভাবে কাজ করেছে। এখানেই ভিশন প্রোর সাথে মূল পার্থক্য এক্সআরের। কারণ ভিশন প্রোতে জেনারেটিভ এআই ফিচার নেই।
আরও পড়ুন : রোবট ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে চীনের নজরদারি?
নিরাপত্তা নিয়ে শঙ্কা
তবে জেমিনি ক্লাউড ব্যবহারের কারণে ডিভাইসটির নিরাপত্তা নিয়ে অনেকে শঙ্কা জানিয়েছেন। প্রাইভেট ক্লাউড প্রযুক্তি না থাকায় ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার শঙ্কা থেকে যাচ্ছে।
ব্রেনে নিউরালিংকের চিপ বসাতে আগ্রহী ১০ হাজার পক্ষাঘাতগ্রস্ত মানুষ