রোববার, ০৯ নভেম্বর ২০২৫

| ২৪ কার্তিক ১৪৩২

ভিভো এক্স ৩০০ আলট্রা

এবার ভিভো আনতে যাচ্ছে ২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা

টেকস্ক্রল

প্রকাশ: ১১:৩৬, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৩, ৬ নভেম্বর ২০২৫

এবার ভিভো আনতে যাচ্ছে ২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা

ভিভো এক্স ৩০০ আলট্রা

ভিভো এক্স ৩০০ আলট্রা

ভিভো এক্স ৩০০ এবং এক্স ৩০০ প্রো এর পর এবার উন্মোচন হতে যাচ্ছে এক্স ৩০০ আলট্রা। যা হতে যাচ্ছে এক্স ২০০ আলট্রার উত্তরসূরি। এই ফ্ল্যাগশিপ মডেলের মূল আকর্ষণ হতে পারে একসঙ্গে দুটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। এ নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছে টিপস্টার ডিজিটাল। এক্স ২০০ আলট্রা মডেলের মতো নতুন ফোনটিতে ২কে রেজ্যুলেশনের ডিসপ্লে থাকবে। এতে কোয়ালকমের সবচেয়ে আধুনিক, ৩ ন্যানোমিটার প্রসেসে তৈরি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর থাকার জোরালো সম্ভাবনা। ফোনটিতে ট্রিপল ক্যামরা থাকার কথা। এতে নতুন আলট্রাওয়াইড সুবিধার সঙ্গে ওয়াইড এবং ৩৫ মিলিমিটার টেলিফটো লেন্সও থাকবে।

 বাজার কাঁপাতে আসছে ওয়ানপ্লাস ফিফটিন-টি

এক্স ৩০০ সিরিজের দুই মডেলেও স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। নতুন মডেলে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে থাকবে। অন্যান্য ফিচার বা উন্মোচনের সময়সূচি নিয়ে বেশি তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনটি আগামী বছরের প্রথম ৬ মাসের মধ্যে বাজারে আসবে।

 আসছে ২০০ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরার ফোন

প্রথম লিকুইড কুলিং স্মার্টফোন বাজারে আসতে যাচ্ছে

কে হবে প্রথম

এদিকে, জল্পনা চলছে যে হুয়াওয়েও ২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা নিয়ে কাজ করছে। বর্তমানে শুধু হাতেগোনা কয়েকটি প্রিমিয়াম ফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা আছে, তবে একটি করে। হুয়াওয়ের নতুন ফোনটির ক্ষেত্রেও আগামী বছরের প্রথমার্ধে উন্মোচনের ধারণা করছে প্রযুক্তি বিশ্লেষকেরা। তাই কে প্রথম হবে, তা নিয়ে তীব্র প্রতিযোগিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সূত্র: গ্যাজেটস থ্রি সিক্সটি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন