শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

চীনা কোম্পানির চমক

প্রথম লিকুইড কুলিং স্মার্টফোন বাজারে আসতে যাচ্ছে

প্রকাশ: ১০:৪১, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৩৫, ২৯ অক্টোবর ২০২৫

প্রথম লিকুইড কুলিং স্মার্টফোন বাজারে আসতে যাচ্ছে

প্রথম লিকুইড কুলিং স্মার্টফোন

আসতে যাচ্ছে নভেম্বরে

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে রেডম্যাজিক ১১ প্রো ৩ ফোন। নতুন এ স্মার্টফোন গেইমারদের জন্য বিশেষভাবে ডিজাইন করেছে চীনা কোম্পানি রেডম্যাজিক। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন৫ সিস্টেম-অন-এ-চিপ, যা মোবাইলের জন্য দ্রুততম চিপসেটগুলোর অন্যতম। রেডকোর আর-৪ ডেডিকেটেড গ্রাফিক্স চিপ, স্মার্টফোনটির গেইমিং ও গ্রাফিক্স পারফরম্যান্স বাড়াতে সাহায্য করে। 

তবে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বের প্রথম বাল্ক-প্রোডাকশনের লিকুইড কুলিং সিস্টেম, যেটি আসল কুলিং ফ্যানের সঙ্গে একত্রে ফোনটির শক্তিশালী প্রসেসরকে বেশ ভালোভাবে ঠান্ডা রাখে।

আরও পড়ুন: অ্যাপলকে চ্যালেঞ্জে ফেলেছে স্যামসাংয়ের এক্সআর হেডসেট

এর আগে, ফোনে ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার হয়েছে। কারণ পিসির তুলনায় স্মার্টফোনের সিপিইউ কম তাপ উৎপন্ন করে। ফলে ফোন সাধারণত প্যাসিভ কুলিং ব্যবহার করে, অর্থাৎ ঠান্ডা হওয়ার জন্য ডিভাইসের বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে দেয়া হয় উৎপন্ন তাপ।

২৪ হাজার আরপিএমের ফ্যান

এ কারণে কেউ একসঙ্গে একাধিক হাই-ইন্টেনসিভ অ্যাপ চালালে ফোন গরম হয়ে যায়। বর্তমানে নতুন বিভিন্ন ফোনে শক্তিশালী প্রসেসর এবং গ্রাফিক্স চিপও ব্যবহৃত হচ্ছে, তাই লিকুইড কুলিং প্রযুক্তি ফোনের জন্য জরুরি হয়ে পড়েছে। এই ধাপের প্রথম ফোন রেডম্যাজিক ১১ প্রো ৩। ফোনটিতে পিসি বা সার্ভারের মতো অ্যাকুয়াকোর লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তাপ বের করার জন্য ২৪ হাজার আরপিএম (মিনিটে ২৪ হাজার বার ঘোরে) ফ্যান রয়েছে।

এতোকিছুর পরও ফোনটির আকার তুলনামূলক পাতলা ও হালকা। ফোনটির পুরুত্ব ৮ দশমিক ৯ মিমি এবং ওজন ২৩০ গ্রাম। এর ব্যাটারি ৭৫০০ মিলি অ্যাম্পিয়ারের। এই ফোনে একটানা ১৩ ঘণ্টার বেশি গেইম খেলা যাবে বলে দাবি করেছে নির্মাতা কোম্পানি।

ট্রাভেলারদের জন্য: ট্যুর-অ্যাডভেঞ্চার প্রেমীদের পছন্দের ফোন

দাম কেমন হতে পারে?

ফোনটির গ্লোবাল সংস্করণের দাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। চীনে বেইস মডেলের ফোনটি (১২ জিবি র‌্যাম বাই ২৫৬ জিবি স্টোরেজ) বিক্রি হচ্ছে প্রায় ৭০০ ডলারে। ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি স্টোরেজের দাম ৮০০ ডলারের কাছাকাছি।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন