শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

সত্য হতে যাচ্ছে রোবোকপ?

চিপ ছাড়াই মনের কথা জানতে অল্টম্যানের বিনিয়োগ

টেকস্ক্রল

প্রকাশ: ১১:১৬, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৩৩, ২৯ অক্টোবর ২০২৫

চিপ ছাড়াই মনের কথা জানতে অল্টম্যানের বিনিয়োগ

চিপ ছাড়াই মনের কথা জানতে অল্টম্যানের বিনিয়োগ

সত্য হতে যাচ্ছে রোবোকপ?

অস্ত্রোপচার ছাড়াই মানুষের মস্তিষ্কের স্নায়ু সংকেতের অর্থ শনাক্তে সক্ষম কম্পিউটার ইন্টারফেস উদ্ভাবনের কাজ করছে মার্জ ল্যাবস নামে একটি স্টার্টআপ। সেই  কোম্পানিতে বিনিয়োগ করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। কারণ মানুষের চিন্তার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে মনের কথা জানতে চান তিনি। নতুন এ প্রযুক্তিতে শব্দতরঙ্গ ও চৌম্বকক্ষেত্র ব্যবহার করে ব্রেন-সিগন্যাল বিশ্লেষণ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: পোকার মতো রোবট দেখা যাবে যুদ্ধক্ষেত্রে

অল্টম্যানের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত ইলন মাস্কের নিউরালিংক মস্তিষ্কে চিপ বসানোর পদ্ধতি নিয়ে কাজ করছে। এক্ষেত্রে বেশ এগিয়েও গেছে  কোম্পানিটি। তাই একটু ভিন্ন পথে হাটার চেষ্টা অল্টম্যানের। তার বিনিয়োগকৃত কোম্পানি মার্জ ল্যাবসের প্রযুক্তিগত উন্নয়নের জন্য শীর্ষ গবেষকদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল গঠনেরও উদ্যোগ নিয়েছেন অল্টম্যান। এই দলে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বায়োমলিকিউলার প্রকৌশলী মিখাইল শাপিরো। যিনি আলট্রাসাউন্ডের মাধ্যমে মস্তিষ্কের নিউরন-সিগন্যাল শনাক্ত ও নিয়ন্ত্রণের উদ্ভাবনী কাজের জন্য বেশি পরিচিত। এই দলে আরও থাকবেন টুলস ফর হিউম্যানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স ব্লানিয়া। তবে মার্জ ল্যাবসে শাপিরো কি ভূমিকা থাকবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। যদিও সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেই যুক্ত থাকবেন তিনি। এছাড়া বিনিয়োগ আলোচনায়ও নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: শুধু চিন্তা দিয়ে কম্পিউটারে নাম লিখলেন রোগী

এটাও দেখতে পারেন: নিউরালিংকের চিপ বসাতে আগ্রহী ১০ হাজার মানুষ

শাপিরো দীর্ঘদিন ধরে এমন প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন যেখঅনে কোনো অস্ত্রোপচার ছাড়াই আলট্রাসাউন্ডের সাহায্যে মানুষের মস্তিষ্কের স্নায়ুকোষের কার্যক্রম দূর থেকে পর্যবেক্ষণের পাশাপাশি উদ্দীপিতও করা যায়। এছাড়া জিনভিত্তিক পদ্ধতির মাধ্যমে স্নায়ুকোষকে শব্দতরঙ্গের প্রতি আরও সংবেদনশীল করে তোলার গবেষণাও করছেন তিনি। এ পদ্ধতিতে মানবদেহের কোষ নিজেই হয়ে উঠতে পারে তারহীন যোগাযোগের মাধ্যম।

মার্জ ল্যাবস প্রায় ২৫ কোটি ডলার তহবিল সংগ্রহের প্রস্‌তুতি নিচ্ছে। তবে অল্টম্যান, প্রতিষ্ঠানটির দৈনিক কাজের সঙ্গে যুক্ত থাকবেন না। এই প্রকল্পকে মানুষের ব্রেন ও মেশিনের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য সবচেয়ে উচ্চাভিলাষী উদ্যোগ হিসেবে দেখেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন