বুধবার, ১২ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

গবেষণার তথ্য

২০২৮ সালের মধ্যে কিবোর্ডের ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে

টেকস্ক্রল

প্রকাশ: ১১:৫৯, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:২০, ১১ নভেম্বর ২০২৫

২০২৮ সালের মধ্যে কিবোর্ডের ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে

২০২৮ সালের মধ্যে কমে যাবে কিবোর্ড

সম্প্রসারণ ঘটাবে জেন আলফা

ভয়েস-নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কর্মক্ষেত্রে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠবে আগামী ৩ বছরের মধ্যে। এতে করে কমে যাবে কিবোর্ডের ব্যবহার। এ নিয়ে যৌথ গবেষণা চালিয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিকস এবং প্রযুক্তি কোম্পানি জাব্রা। তাদের গবেষণায় উঠে এসেছে যে, ভয়েস কমান্ড প্রযুক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারণ হবে নতুন প্রজন্ম জেন-আলফার মাধ্যমে, যাদের জন্ম ২০১০ সালের পর।

গবেষণা বলছে, জেন আলফা কথা বলার মাধ্যমে ডিভাইসের সঙ্গে যোগাযোগ করবে। প্রয়োজন পড়লে, পরে সেগুলো সম্পাদনা বা এডিট করে নেবে। দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের ১৪ শতাংশ জেনারেটিভ এআই ব্যবহার করতে গিয়ে, টাইপের বদলে ভয়েস কমান্ডকে বেশি পছন্দ করে।

তার মানে, অদূর ভবিষ্যতের এআই-চালিত কর্মক্ষেত্রে কাজের প্রথম খসড়া, কথার মাধ্যমে তৈরি হবে। টাইপের কাজ শুধু পরবর্তী সম্পাদনার জন্য থাকবে।

 কাজ সহজের বদলে উল্টো সময় অপচয় হচ্ছে এআই টুল ব্যবহারে

মানতে নারাজ অনেকে

তবে তা মানতে নারাজ অনেকে। কিছু বিশেষজ্ঞ বলছেন, এ পদ্ধতি নতুন জটিলতা তৈরি করতে পারে। কথ্য ভাষাকে পরিষ্কার লেখা আকারে রূপান্তর সহজ নয়। এছাড়া ভয়েস মেসেজগুলো স্থায়ীভাবে সংরক্ষণও করা যায় না। তাদের মতে, ডেস্কে বসে কিবোর্ড ব্যবহার কমলেও পুরোপুরি বিলুপ্ত হবে না।

 কয়েক সেকেন্ডেই হৃদরোগ শনাক্ত করবে স্টেথোস্কোপ

গবেষণায় আরো বলা হয়েছে, কর্মীদের কাছে এখন যোগাযোগের জন্য চ্যাটিং অ্যাপ, ভিডিও কল, মেসেজিং প্লাটফর্ম থাকা সত্ত্বেও অনেকেই পরষ্পর ঠিকভাবে মিল রেখে কাজ করতে পারছেন না। ভয়েস চালিত জেনারেটিভ এআইয়ের ব্যবহার, এ সমস্যা সমাধান করতে পারে।

সূত্র: টেকরাডার

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন