বাংলাদেশে যখন ইস্পোর্টস ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, ঠিক তখনই এই স্মার্টফোনটি বাজারে আসছে। তরুণ গেমারদের একইসঙ্গে চাই উচ্চ ক্ষমতার ডিভাইস, কিন্তু ফ্ল্যাগশিপ-মূল্যের বাজেট ফ্রেন্ডলি ফোন। প্রিমিয়াম মডেল জিটি ৩০ প্রোর উন্নত প্রযুক্তির উপর তৈরি জিটি ৩০, টুর্নামেন্ট-সাপোর্টেড গেমিং অভিজ্ঞতা দেয়, সঙ্গে থাকছে সবাই ব্যবহার করতে পারার সুবিধা।ইনফিনিক্সের নতুন এই মডেল প্রযুক্তি ও মানের সমন্বয় ঘটিয়ে ব্যবহারকারীর কাছে নতুন অভিজ্ঞতা পৌঁছে দেবে।