রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

১৫ সিরিজের ৩ ফোন এনেছে রিয়েলমি

ডিজাইনে ডিজিটাল ক্রিয়েটর ও এআইপ্রেমীদের অগ্রাধিকার

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:৩১, ১৪ অক্টোবর ২০২৫

ডিজাইনে ডিজিটাল ক্রিয়েটর ও এআইপ্রেমীদের অগ্রাধিকার

ছবি, রিয়েলমি

১৫ সিরিজের তিনটি স্মার্টফোন বাজারে আনবে রিয়েলমি।  রিয়েলমি ১৫ ফাইভজি, রিয়েলমি ১৫ প্রো ফাইভজি ও রিয়েলমি ১৫টি ফাইভজি-এই ফোনগুলোর প্রি অর্ডার চলবে ১৫ অক্টোবর পর‌্যন্ত ।  ডিজিটাল ক্রিয়েটর ও এআইপ্রেমীদের কথা মাথায় রেখে এই সিরিজটি ডিজাইন করা।

নতুন এআই এডিট জিনি ও এআই-সক্ষম ট্রিপল ক্যামেরা সেটআপের মতো ফিচার আছে রিয়েলমি ১৫ সিরিজে । বেস ১৫ মডেলে আলট্রা-স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে ১৪৪ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের ৪কে ভিডিও, প্রাণবন্ত পোর্ট্রেইট ও ঝকঝকে ছবি অনায়াসে তোলার সুযোগ করে দিবে। প্রিমিয়াম ফিল দিতে রিয়েলমি ১৫ প্রো ফাইভজিতে আছে ৬.৮ ইঞ্চির ১৪৪ হার্জ হাইপারগ্লো ৪ডি কার্ভ+ ডিসপ্লে । ফ্রন্ট ও রেয়ার দুইটি ক্যামেরাতেই ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ৪কে ভিডিও রেকর্ডিং করার সুবিধা ক্রিয়েটর ও ভ্লগারদের জন্য সিনেমাটিক মানের ভিজ্যুয়াল নিশ্চিত করবে। এছাড়াও, ১৫ সিরিজে আইপি৬৯ রেটিং  পানি ও ধুলাবালি প্রতিরোধের সর্বোচ্চ মানদণ্ড।

রিয়েলমি ১৫ প্রো’তে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে। আর রিয়েলমি ১৫-তে ডাইমেনসিটি ৭৩০০+ ফাইভজি চিপসেট। ডিভাইসগুলোতে ৭০০০ বর্গমিলিমিটার ভিসি কুলিং সিস্টেমহেভি গেমিং ও মাল্টিটাস্কিংয়ের সময়েও তাপনিঃসরণকে কার্যকর রাখবে।

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৮০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং ও স্লিক-এরগোনমিক ডিজাইনসহ  রিয়েলমি ১৫ ফাইভজি ও ১৫ প্রো ফাইভজি ডিভাইসে । পাশাপাশি, ১৫টি ফাইভজিতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ও ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

ফ্লোয়িং সিলভার ও ভেলভেট গ্রিন রঙে পাওয়া যাবে ১৫ প্রো, সিল্ক পিঙ্ক ও স্যুট টাইটানিয়াম, এই দুই কালার ভ্যারিয়েন্টে রিয়েলমি ১৫। স্যুট টাইটানিয়াম ও ফ্লোয়িং সিলভার রঙে পাওয়া যাবে রিয়েলমি ১৫টি। রিয়েলমি ১৫ প্রো ফাইভজির (১২ জিবি/২৫৬ জিবি) দাম ৫৯,৯৯৯ টাকা, রিয়েলমি ১৫ ফাইভজির (১২ জিবি/২৫৬ জিবি) ৪৪,৯৯৯ টাকা ও রিয়েলমি ১৫টি ফাইভজির (৮ জিবি/২৫৬ জিবি) ৩২,৯৯৯ টাকা।

ক্রেতারা তাদের পছন্দের মডেল ১৫ অক্টোবর পর্যন্ত প্রি-বুক করতে পারবেন। প্রি-অর্ডারে থাকছে  গিফট বক্স, রিয়েলমি বাডস টি২০০ লাইট,গোল্ড সার্ভিস কার্ড, রিয়েলমি ওয়াটার বোতল ও কার্ড ছাড়াই ইজি টপপে ক্যাশ ইএমআই সুবিধা।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন