শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

| ৬ অগ্রাহায়ণ ১৪৩২

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা পাবেন গ্রামীণফোন গ্রাহকরা

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা পাবেন গ্রামীণফোন গ্রাহকরা

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য সবসময় বিশ্বমানের সংযোগ সুবিধা নিয়ে আসতে সচেষ্ট গ্রামীণফোন। বিএসসিএল-এর সাথে এই সহযোগিতা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। এটি সারা দেশে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বি-টু-বি স্টেকহোল্ডাররা বিশেষ করে দূরবর্তী জ্বালানি ক্ষেত্র, উপকূলীয় বা সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম পরিচালনাকারীরা উপকৃত হবেন। সার্বক্ষণিক সংযুক্ত থাকার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে এবং ভবিষ্যৎ-উপযোগী সেবা উপভোগ করতে পারবেন তারা।

টেলিকম থেকে আরও খবর

৫ মাসে মাত্র ১৮শ গ্রাহক পেলো ইলন মাস্কের কোম্পানি

৫ মাসে মাত্র ১৮শ গ্রাহক পেলো ইলন মাস্কের কোম্পানি

কমিশন সভায় জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক গ্রাহক পেয়েছে মাত্র ১ হাজার ৮শ ৬২ জন। এর মধ্যে আবাসিক গ্রাহকই বেশি, অর্থাৎ ১ হাজার ২শ ৫১ জন। বাকিরা ব্যবসায়িক কাজে স্টারলিংকের ইন্টারনেট সেবা নিচ্ছেন। আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে -আইআইজি থেকে এখন ৮০ জিবিপিএস ব্যান্ডউইডথ নিচ্ছে স্টারলিংক। এর মাত্র ৩০ জিবিপিএস ব্যবহৃত হচ্ছে গ্রাহক সেবায়। চব্বিশের ৫ আগস্ট, গণ–অভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এর পর, স্টারলিংক চলতি বছরের ২০ মে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে।

ত্বরান্বিত করবে ভবিষ্যৎ উপযোগী নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থা

ত্বরান্বিত করবে ভবিষ্যৎ উপযোগী নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থা

প্রচলিত স্টিল টাওয়ারগুলো সাধারণত দ্রুত ক্ষয় হলেও এফআরপি টাওয়ারের যৌগিক গঠন একে মরিচা, প্রাকৃতিক আবহাওয়া ও রাসায়নিক পদার্থের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। ফলে উপকূলীয়, আর্দ্র ও শিল্প এলাকাতেও এই টাওয়ার দীর্ঘস্থায়ী ও অক্ষুণ্ণ থাকে। এফআরপি প্রযুক্তি থাকায় টাওয়ারটির রক্ষণাবেক্ষণ প্রয়োজন প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমে যায়, কারণ এতে বারবার রঙ করা বা জং প্রতিরোধী প্রলেপ দেওয়ার দরকার হয় না। এতে যেমন ব্যয়ও কমে তেমনি পরিবেশের ক্ষতিও হ্রাস পায়। এছাড়া, টাওয়ারটির আধুনিক ও নান্দনিক নকশা প্রচলিত ল্যাটিস ও মনোপোল টাওয়ারের চেয়ে একে আরও বেশি আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তুলেছে।