শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

এক্সপার্টদের চ্যালেঞ্জ করে বার্তা

উদ্ধারের চার ঘণ্টা পর ফের হ্যাকিংয়ের শিকার ইসলামী ব্যাংকের পেজ

প্রকাশ: ১১:১৩, ৪ অক্টোবর ২০২৫

উদ্ধারের চার ঘণ্টা পর ফের হ্যাকিংয়ের শিকার ইসলামী ব্যাংকের পেজ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফেইসবুক পেইজ ফের হ্যাকারদের নিয়ন্ত্রণে। শুক্রবার ভোরে এক দফা হ্যাকিংয়ের শিকার হয় পেইজটি। সেদিন বিকাল ৪টার দিকে উদ্ধার করে ব্যাংক কর্তৃপক্ষ। এর সাড়ে ৪ ঘণ্টা পর, আবার এর নিয়ন্ত্রণ হারায় কর্তৃপক্ষ।

পরে রাত সাড়ে ৮টার দিকে পেইজটির প্রোফাইল ও কভার ফটো বদলে ফেলে হ্যাকররা। ৮টা ৩২ মিনিটে তারা পোস্ট করে ‘হ্যালো ডিয়ার ইসলামী ব্যাংক সো-কল্ড এক্সপার্টস’। হ্যাকাররা নিজেদের পরিচয় দিয়েছে ‘এমএস ৪৭০ এক্স’ নামে।

ফেসবুক পেইজ হ্যাকিংয়ের পর ইসলামী ব্যাংকের ওয়েবসাইটেও সাইবার আক্রমণ চালানোর হুঁশিয়ারি দেয়া হয়েছিলো। দুপুরে পেইজটিকে সার্চেও দেখাচ্ছিলো না। তবে বিকাল ৪টার দিকে ফেইসবুক পেইজটি আবার স্বাভাবিক দেখায়, যা রাতে আবার হ্যাকড হয়।

এস আলমে নিয়ন্ত্রণে যাওয়ার পর, ব্যাংকটিতে যাচাই-বাছাই ছাড়াই ৯ হাজার মানুষকে নিয়োগ দেয়া হয়, যাদের একটি বড় অংশ চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। গেল ২৭ সেপ্টেম্বর, এদের অনেককে মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে বলা হয়। যদিও ওই পরীক্ষায় অংশ নেন ৪১৪ জন।  ফলে বাকিদের আপাতত দায়িত্ব পালন বন্ধ রাখে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকটির এমন পদক্ষেপ, ভালোভাবে নেননি অনেক কর্মী। অনেকের ধারণা, তাদের যোগসাজশে হ্যাকিংয়ের ঘটনা ঘটে থাকতে পারে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন