এবার আইফোন ১৭-ই আনতে যাচ্ছে অ্যাপল
অ্যাপল বিশেষজ্ঞ সাংবাদিক, ব্লুমবার্গের মার্ক গুরম্যান তার জনপ্রিয় `পাওয়ার অন` কলামে লিখেছেন, অন্তত ১০টি পণ্য এবছরের শেষ দিকে কিংবা ২০২৬ সালের শুরুর দিকে বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। এর মধ্যে রয়েছে নতুন আইফোন, আইপ্যাড ও ম্যাকবুক।