মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

| ৩১ ভাদ্র ১৪৩২

আগামী বছরের শুরুতে ঘোষণা

এবার আইফোন ১৭-ই আনতে যাচ্ছে অ্যাপল

প্রকাশ: ১২:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫

এবার আইফোন ১৭-ই আনতে যাচ্ছে অ্যাপল

দিন কয়েক আগেই বাজারে এলো আইফোন ১৭। বিশ্ব এখন মাতোয়ারা সেই ফোনে। মাত্রই শেষ হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে আর কিকি পণ্য ঘোষণা করা হয়েছে, সেগুলো নিয়ে সংবাদমাধ্যমগুলো এখনও লিখছে। তবে একধাপ এগিয়ে ব্লুমবার্গের অ্যাপল বিশেষজ্ঞ মার্ক গুরম্যান। চিন্তা করা শুরু করেছেন, সামনে আর কি আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটি।

মার্ক তার জনপ্রিয় 'পাওয়ার অন' কলামে লিখেছেন, অন্তত ১০টি পণ্য এবছরের শেষ দিকে কিংবা ২০২৬ সালের শুরুর দিকে বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। 

এমন ৮টি পণ্যের একটি তালিকা নিচে দেয়া হলো। 

আইফোন ১৭ ই: এটি একটি সাশ্রয়ী দামের আইফোন। ২০২৬ সালের শুরুর ২-১ মাসের মধ্যে বাজারে আসতে পারে। এতে আইফোন ১৭ এর মতো এ-১৯ চিপ থাকবে।

এম-৫ চিপসহ ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার: এই দুটি পণ্য ২০২৬ সালের প্রথম দিকে বাজারে আসবে বলে আশা করা যায়।

এম-৫ আইপ্যাড প্রো: এটি অক্টোবরে বাজারে আসতে পারে। এতে এম-৫ চিপ থাকবে এবং পোর্ট্রেট মোডে ব্যবহারের জন্য একটি সেকেন্ডারি ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকতে পারে।

অ্যাপল টিভি এবং হোমপড মিনি: এই পণ্যগুলো আগামী বছর আপডেট পাবে, যার মধ্যে নতুন প্রসেসর, নতুন সিরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার থাকবে।

ভিশন প্রো: এটিতে এম-৪ প্রসেসর এবং উন্নত হেডব্যান্ড থাকবে, তবে ২০২৭ সালের বড় আপডেটের আগে এর ডিজাইন অপরিবর্তিত থাকবে।

এয়ার ট্যাগ-২: এতে একটি নতুন ওয়্যারলেস চিপের কারণে উন্নত রেঞ্জ থাকবে।

নতুন মনিটর: জে-৪২৭ এবং জে-৫২৭ (সাংকেতিক) নামে দুটি নতুন ২৭-ইঞ্চি ডিসপ্লে বাজারে আসতে পারে। বর্তমান প্রো ডিসপ্লে এক্সডিআর এবং স্টুডিও ডিসপ্লের আপগ্রেড হিসেবে এগুলো আসবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন