৮ মাসে গাড়ির পেছনে খরচ ৬১ কোটি টাকা
হলান্ডের বুগাতি ট্যুরবিলনের দাম প্রায় ৭১ কোটি টাকা, সংগ্রহে আরও বহুকিছু
প্রকাশ: ০৩:৫০, ১৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:০৪, ১৭ আগস্ট ২০২৫

আর্লিং হলান্ড, ফুটবল মাঠে গতি আর নিখুঁত ফিনিশিংয়ের কারিগর। কিন্তু মাঠের বাইরে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের আরও একধরনের গতির নেশা আছে। সেটা হলো রাস্তায় বিলাসবহুল গাড়ি চালানো। তবে হলান্ডের জন্য বিষয়টা এখন শুধু শখের পর্যায়ে আটকে নেই।
নরওয়েজিয়ান এই স্ট্রাইকার গাড়ির নেশাকে এখন আসক্তিতে রূপান্তরিত করেছেন। যার পেছনে তিনি চলতি বছরে এরই মধ্যে ৫০ লাখ ইউরো বা ৬০ কোটি ৭৬ লাখ ইউরোর বেশি খরচ করেছেন। ২৫ বছর বয়সী হলান্ড প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। মৌসুম প্রতি তাঁর বেতন ৪৪৫ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার টাকা। আর এই উপার্জনের একটা অংশ তিনি খরচ করেছেন গাড়ির পেছনে। বলা হচ্ছে, হলান্ডের গ্যারেজে থাকা সুপার কারগুলো ধনী গাড়ি সংগ্রাহকের সংগ্রহকেও টক্কর দিতে পারে।
তার সর্বশেষ কেনা গাড়ি হলো ফোর্ড শেলবি এফ-১৫০ সুপার স্নেক স্পোর্ট। যার দাম দুই লাখ ইউরোর বেশি, যাতে আছে ৫ লিটার ভি৮ ইঞ্জিন। এটি ০ থেকে ৬০ কিলোমিটার গতিতে পৌঁছতে সময় নেয় মাত্র ৩ দশমিক ৪ সেকেন্ড।
সাম্প্রতিক সময়ে হলান্ডের গ্যারেজে জায়গা পেয়েছে কমলা রঙের পোর্শে ৯১১ জিটি৩, হলুদ ফেরারি ৮১২ সুপারফাস্ট কনভারটিবল আর অ্যাস্টন মারটিন ডিবিএক্স ৪x৪। তবে তার সেরা সংগ্রহ হচ্ছে বুগাতি ট্যুরবিলন। বিশ্বের সবচেয়ে সেরা প্রযুক্তির এই গাড়ির দাম ৫০ লাখ ইউরোর বেশি।