শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

| ১৩ অগ্রাহায়ণ ১৪৩২

ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবাল ফাইনাল

বড় পর্দায় উপভোগ করলেন দেশের গেমপ্রেমীরা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:২০, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:২২, ২৭ নভেম্বর ২০২৫

বড় পর্দায় উপভোগ করলেন দেশের গেমপ্রেমীরা

ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বড় পর্দায় উপভোগ করলেন দেশের গেমপ্রেমীরা

ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবাল ফাইনাল ২০২৫ সরাসরি উপভোগের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের গেমপ্রেমীরা। দেশের ই-স্পোর্টস প্রেমীদের জন্য ন্যাশনাল ওয়াচ পার্টির এই আয়োজনটি সম্প্রতি রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হয়।

গেমিং কমিউনিটির এই মিলনমেলায় কয়েকশ ফ্রি ফায়ার ফ্যানরা একত্রিত হয়ে বিশ্বমঞ্চের রোমাঞ্চকর গ্র্যান্ড ফাইনাল বড় পর্দায় উপভোগ করেন একসাথে। ন্যাশনাল ওয়াচ পার্টির মাধ্যমে ফ্যানরা গেমিং-এর ডিজিটাল জগতের উত্তেজনাকে বাস্তবে অনুভব করার সুযোগ পান। বন্ধুদের সাথে নিয়ে একই ছাদের নিচে বড় পর্দায় ফাইনালের প্রতিটি মুহূর্ত উপভোগ করা, নিজেদের প্রিয় দলকে সমর্থন জানানো এবং সম্মিলিত গেমিং উদ্দীপনার অংশ হওয়ার অনন্য এই সুযোগ তৈরি করে দিচ্ছে আইসিসিএল। 

আয়োজকরা জানান, ইভেন্টটিতে ফাইনালের লাইভ স্ট্রিমিং ছাড়াও গেমিং ফ্যানদের জন্য বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি, গিফট হ্যাম্পার ও বিশেষ সারপ্রাইজের ছিলো।

আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, আমাদের অত্যাধুনিক এলইডি স্ক্রিন, কর্মীদের নিরবচ্ছিন্ন সেবা ও নিরলস প্রচেষ্টা আমাদের ভোক্তাদের জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করছে বলে আমরা কৃতজ্ঞ।

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন