কোডেক্স মরটিস
বিশ্বের প্রথম শতভাগ এআই নির্মিত গেম উন্মোচিত
টেকস্ক্রল
প্রকাশ: ১০:৪৮, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩৯, ১৫ ডিসেম্বর ২০২৫
বিশ্বের প্রথম শতভাগ এআই নির্মিত গেম
কোডেক্স মরটিস
পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভিডিও গেম উন্মোচন করেছেন ক্রাঞ্চফেস্ট নামে পরিচিত একজন এআই গেম ডেভেলপার। এটি দেখতে অনেকটা নিউ ভ্যাম্পায়ার সারভাইভর গেমের মতো। এআই নির্মিত ভিডিও গেমটির নাম কোডেক্স মর্টিস। এর ফ্রি ডেমো এখন স্টিমে পাওয়া যাচ্ছে। গেমটির কোড, গ্রাফিকস, মিউজিক, শব্দ, টেক্সটসহ কোনো কিছুতেই এআইয়ের বাইরে কিছু ব্যবহার করা হয়নি।
‘এআই‑ফার্স্ট’ ডেভেলপার হিসেবে ঘোষণা ‘পাবজি’ নির্মাতা ক্র্যাফটনের
বেশিরভাগ স্টুডিও যেখানে গোপনে এআই ব্যবহার করে, সেখানে কোডেক্স মর্টিস নির্মাতা নিজেদের পুরোপুরি স্বচ্ছ দাবি করেছেন। এমনকি দলের সদস্যদের সেলফি এআই দিয়ে পরিবর্তন করে ‘আনডেড উইজার্ড’-এর শরীরে বসানো হয়েছে, যা গেমটির ট্রেলারকে বিশেষ ও পরীক্ষামূলক লুক দিয়েছে।
গেমপ্লে পরিচিত হলেও এতে কিছুটা নতুনত্ব রয়েছে। খেলোয়াড়দের জাদু দিয়ে মিনিয়ন তৈরি করে এবং শত্রুদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। অবশ্য গ্রাফিক্স নিয়ে কিছু অনুযোগ রয়েছে গেমারদের। তারা বলেছেন ট্রেলারে যেমন গ্রাফিক্স দেখানো হয়েছে মূল খেলায় তা অনেকটাই সাধারণ মানের। এছাড়া কন্ট্রোলারের ইউজার ইন্টারফেস জটিল হয়ে গেছে। তবে মূল গেমটি আকর্ষণ ধরে রাখতে পারে। একক ও কো-অপ মোডসহ গেমটির চূড়ান্ত সংস্করণ কম দামে বাজারে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতার।
সূত্র: ইউরো গেমার
