সচিবালয়ে যৌথসভা
স্মার্টফোন আমদানি শুল্ক কমানোর কাজ শুরু করেছে সরকার
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:১৫, ৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩৪, ৩ ডিসেম্বর ২০২৫
স্মার্টফোন আমদানি শুল্ক কমানোর কাজ শুরু করেছে সরকার , ছবি, ব্লুমবার্গ
সচিবালয়ে যৌথসভা
দেশে বৈধভাবে আমদানি করা ফোনের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বৈধ আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে। গত ১ ডিসেম্বর, সচিবালয়ে টেলিকম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এনবিআর এবং বিটিআরসির যৌথসভায় এ সিদ্ধান্ত হয় । সে হিসেবে, শুল্ক হার কমানোর কাজ শুরু করেছে সরকার। এতে করে আমদানি করা ফোনের দাম কমবে। বৈধ পথে দেশে মোবাইল আমদানি শুল্ক এখন প্রায় ৬১ শতাংশ।
যৌথসভার সিদ্ধান্তানুসারে, প্রবাসীরা দেশে আসলে ৬০ দিন পর্যন্ত তাদের স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড থাকলে প্রবাসীরা ফ্রিতে মোট তিনটি ফোন সাথে আনতে পারবেন । অর্থাৎ নিজের ব্যবহারের হ্যান্ডসেটের অতিরিক্ত দুটি নতুন ফোন সাথে নিয়ে আসতে পারবেন, যার জন্য শুল্কে দিতে হবে না। চতুর্থ ফোনের ক্ষেত্রে ট্যাক্স দিতে প্রযোজ্য হবে। বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড না থাকলে তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন বিনা ট্যাক্সে আনতে পারবেন । এক্ষেত্রে মোবাইল কেনার বৈধ কাগজ সাথে রাখতে হবে। এর কারণ ব্যাখ্যা করে এনবিআর বলছে, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে চোরাচালানিরা সাধারণ প্রবাসীদের চাপাচাপি করে স্বর্ণ, দামি মোবাইল ফোন ইত্যাদির শুল্কহীন পাচারে লিপ্ত আছে। চোরাচালানিদের এই অপচেষ্টা রোধ করার জন্যই কেনা মোবাইলের কাগজ সাথে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
সভার সিদ্ধান্ত মতে, আমদানি শুল্ক কমালেই দেশের ১৩-১৪টি ফ্যাক্টরিতে উৎপাদিত মোবাইলের শুল্ক ও ভ্যাট কমাতে হবে, অন্যথায় কোম্পানি গুলোর বিদেশি বিনিয়োগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশে ক্লোন মোবাইল, চুরি/ছিনতাই করা ফোন এবং রিফারবিসড মোবাইল আমদানি বন্ধ করা হবে।
ভিভো এক্স৩০০ প্রো বাজারে মিলবে সহসা
আমদানি এবং অভ্যন্তরীণ উৎপাদনের শুল্ক কমানো এবং তা সমন্বয় নিয়ে বিটিআরসি এবং এনবিআর যৌথভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একাধিক বৈঠক করেছে। দ্রুততার সাথে কাজ শুরু করেছে। আলোচনার ফলাফল দেশের ডিভাইস ইন্ডাস্ট্রির অনুকূলে আসবে বলে জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বলেন, আপনার অজান্তেই কেউ আপনার নামে নিবন্ধিত সিম ব্যবহার করছে কিনা সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যে-কোনো সাইবার অপরাধ, অনলাইন স্ক্যামিং, অনলাইন ও মোবাইল জুয়া, মোবাইল ব্যাংকিং জনিত অপরাধে আপনার নামে নিবন্ধিত সিমটি ব্যবহৃত হচ্ছে কিনা- সে ব্যাপারে সতর্ক থাকুন। অপরাধ এবং রেজিস্ট্রেশন ঝামেলা এড়াতে সবসময় নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করুন ।
সচল ফোন বন্ধ হবে না, টুজি কি থাকবে , বিটিআরসি কমিশনার যা জানালেন
সূত্র: তথ্যবিবরণী
