সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

অপো এ৬এক্স বাজারে

বাজেট ফোনে শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১১:১৩, ৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৫৪, ৭ ডিসেম্বর ২০২৫

বাজেট ফোনে শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি

বাজারে অপো এ৬এক্স

অপো এ৬এক্স বাজারে 

দেশে আনুষ্ঠানিকভাবে গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে  অপো এ৬এক্স।  স্ট্রেন্থ, স্মুথনেস ও সারাদিনের নির্ভরযোগ্যতার সমন্বয় হবে ডিভাইসটি এমন দাবি অপোর।

ভোরের অ্যালার্ম থেকে গভীর রাত পর্যন্ত বিনোদন মিলবে এ৬এক্স। ফোনটিতে  স্নাপড্রাগন ৬৮৫ প্রসেসর, অ্যাপ পরিবর্তন থেকে শুরু করে কনটেন্ট স্ট্রিমিং, কিংবা ক্লাস অথবা মিটিংয়ের ফাঁকে দ্রুত গেমিং-সবই হবে তাৎক্ষণিক ও সাবলীল। 

৬ হাজার ৫শ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ঘণ্টার পর ঘণ্টা প্রোডাক্টিভিটি, বিনোদন, ফটোগ্রাফি ও কমিউনিকেশন চালিয়ে নেয়ার সুযোগ করে দিবে। এমনকি ভ্রমণ বা আউটডোর অ্যাকটিভিটির ব্যস্ত দিনগুলোতেও এই ব্যাটারি  সাপোর্ট দিবে। জরুরি মুহূর্তে অন্য ডিভাইসে চার্জ দেওয়ার জন্য আছে  রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার, যা ডিভাইসটিকে পকেট-আকারের পাওয়ার সোর্সে পরিণত করেছে।

ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে এতে যুক্ত হয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে। এতে ব্যবহারকারীরা পাবেন স্মুথ স্ক্রলিং ও পরিচ্ছন্ন ভিজ্যুয়াল। ভিডিও দেখা  আরও প্রাণবন্ত হবে; ফটো ব্রাউজিং হবে চোখের জন্য আরামদায়ক।

 ভ্রমণে ডিএসএলআর নয়, এক্স৩০০ প্রো-ই যথেষ্ট হবে, দাবি ভিভো’র

ফোনটি নতুনের মতো রাখতে অপো নিয়ে এনেছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, যা ৪ বছর পরেও ডিভাইসটিকে প্রথম দিনের মতোই স্মুথ রাখতে পারে। 

অপো এ৬এক্সের ভেতরের সক্ষমতার সাথে মিল রেখে এর ডিজাইনেও আধুনিক নান্দনিকতা আনা হয়েছে। আইস ব্লু ও প্লাম পার্পলের মতো অনন্য দু’টি রঙে নিয়ে আসা এই ডিভাইসটি চোখের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক। এর শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ও দীর্ঘমেয়াদী স্মুথনেস এটিকে সুপার পাওয়ার ও সুপার ফান দুইক্ষেত্রেই বাকিদের চেয়ে অনন্য করে তুলেছে।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, অপো এ৬এক্স এর স্ন্যাপড্রাগন ৬৮৫ ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আপনাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। এর দীর্ঘমেয়াদী ফ্লুয়েন্সি প্রোটেকশন ব্যবহারকারীদের জন্য বছরের পর বছর ধরে আস্থা ও সমৃদ্ধ অভিজ্ঞতা জোগাবে।

সব আউটলেট ও অনলাইন চ্যানেলে অপো এ৬এক্স-এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকায়।

 সচল ফোন বন্ধ হবে না, টুজি কি থাকবে

সূত্র: টেকস্ক্রল ডেস্ক

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন