অপো এ৬
১০ ডিসেম্বর আসবে বাজারে, দাম ২৪,৯৯০ টাকা থেকে শুরু
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:৩৬, ৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩০, ৩ ডিসেম্বর ২০২৫
বিজ্ঞাপন চিত্র-- অপোর সৌজন্যে
অপো এ৬
আগামী ১০ ডিসেম্বর থেকে সারাদেশের অপো স্টোর ও অনুমোদিত ডিলারের কাছে পাওয়া যাবে অপো এ৬। আনুষ্ঠানিকভাবে বাজারে আসার ঘোষণা দিয়ে বুধাবার অপো জানিয়েছে, নতুন প্রজন্মের লাইফস্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার মত বিশেষ এই ডিজাইনের ফোনে দেয়া হয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা-লার্জ ব্যাটারি, আইপি৬৯ আলটিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিজট্যান্স এবং সারাদিনের স্মুথ পারফরম্যান্সের জন্য সুপারকুল ভিসি সিস্টেম।
ব্যটারি ব্যাকআপ বেশি হওয়ায় একটানা ২৯ দশমিক ৭৩ ঘন্টা পর্যন্ত ইউটিউব প্লে ও ২৪ ঘন্টারও বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ বা ইমো ভয়েস কলে কথা বলা যাবে। বহারকারীদের চার্জিং পয়েন্ট খোঁজার পরিবর্তে অভিজ্ঞতা অর্জনের দিকে মনোযোগে সহায়তা করা এই ডিভাইসে ৫ বছর স্বাভাবিক ব্যবহারের পরেও এর ব্যাটারি ৮০ শতাংশেরও বেশি সক্ষম থাকবে।
অপো এ৬’র আইপি৬৯ রেটিং এই দীর্ঘস্থায়িত্বের মানকে আরও বাড়িয়ে তোলে, যা এটিকে এই ক্যাটাগরিতে সবচেয়ে স্থিতিস্থাপক ডিভাইসগুলোর মধ্যে একটি করে তুলেছে। এটি উচ্চ চাপের পানির জেট, পানিতে ডোবা, গরম পানি বা প্রতিদিনের পানি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখবে। এর ইউনিবডি মিড-ফ্রেম এবং মাইক্রোফোন ও স্পিকারকে সুরক্ষা-প্রদানকারী পানিরোধী ব্রেথেবল মেমব্রেনসহ প্রিসিশন সিল, অপো এ৬-কে দৈনন্দিন জীবনের ১৮ প্রকারের তরল, যেমন চা, কফি, দুধ, সাবান পানি ও এমনকি গরম ঝর্ণার পানি থেকেও সুরক্ষিত রাখতে পারে।
অপো এ৬-এ রয়েছে অপটিমাইজড টাচ চিপ অ্যালগরিদম ও স্প্ল্যাশ টাচ মোড। রিভার্স চার্জিং ফিচার ব্যবহারকারীদের প্রয়োজনে অন্য স্মার্টফোন বা ইয়ারবাডে চার্জ করার সুযোগ দেয়।
৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার এই ফোনে এআই ইরেজার ২.০; সর্বাধুনিক এআই জেনারেটিভ কনটেন্ট ফিচার ব্যবহার করে ছবির অবাঞ্ছিত বিষয় মুছে ফেলা যায়।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, অপো এ৬ ও’ ফ্যানস ফেস্টিভালের সত্যিকারের চেতনা ‘পাওয়ার টু গো বিয়ন্ড’-এর প্রতিফলন।
স্যামসাংয়ের মাল্টি ফোল্ডিং স্মার্টফোন আসছে ১২ ডিসেম্বর
ফোনটি অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু’র মতো অনন্য দুটি রঙে নিয়ে আসা হয়েছে। ডিভাইসটি দুইটি ভেরিয়েন্টে বাজারে এসেছে, অপো এ৬ (৬ জিবি + ১২৮ জিবি) যার দাম মাত্র ২৪,৯৯০ টাকা এবং অপো এ৬ (৮ জিবি + ১২৮ জিবি) যার দাম মাত্র ২৬,৯৯০ টাকা।
যে সকল ক্রেতা অপো এ৬ প্রি-অর্ডার করছেন, তারা ও’ ফ্যানস ফেস্টিভাল লটারি অফারে অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও, মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, বাই ওয়ান গেট ওয়ান, অপো এনকো বাডস৩ প্রো, অপো ওয়াচ এক্স২, রুম হিটার বা প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য নিশ্চিত উপহার হিসেবে উইন্টার হুডি সহ নানান আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
সচল ফোন বন্ধ হবে না, টুজি কি থাকবে , বিটিআরসি কমিশনার যা জানালেন
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
