প্রতিদ্বন্দ্বীদের জন্য ভিন্ন চ্যালেঞ্জ
স্যামসাংয়ের মাল্টি ফোল্ডিং স্মার্টফোন আসছে ১২ ডিসেম্বর
টেকস্ক্রল
প্রকাশ: ১৬:৩৪, ২ ডিসেম্বর ২০২৫
স্যামসাংয়ের মাল্টি ফোল্ডিং স্মার্টফোন আসছে ১২ ডিসেম্বর
শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতার জন্য স্যামসাংয়ের চমক মাল্টি ফোল্ডিং স্মার্টফোন। সোমবার এই চমক উন্মোচনের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি। বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড, ১২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হবে। এরপর চীন, তাইওয়ান, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য বাজারে এটি উন্মোচন হবে। এসব তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্যামসাং।
বিটিসিএলকে ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর করার অনুমোদন
কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটি পাওয়া যাবে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে। গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড কালো রঙের একক মডেল হিসেবে ১৬ জিবি মেমোরি এবং ৫১২ জিবি স্টোরেজসহ বাজারে আসবে। দাম হবে ২ হাজার ৪৪৯ ডলার। ডিভাইসটি দুটি 'ভেতরের দিকে ভাজ করা' কব্জা ব্যবহার করে ১০ ইঞ্চি ডিসপ্লেতে পরিণত করা যায়। স্ক্রিন প্যানেলগুলোর ভাজ করা অবস্থায় ডিভাইসটি ১২.৯ মিলিমিটার পুরু হয় যা ১২.১ মিমি গ্যালাক্সি জেড ফোল্ড-৬ এবং ৮.৯ মিমি গ্যালাক্সি জেড ফোল্ড-৭ এর চেয়ে একটু বেশি।
ফোনের তিনটি ফোল্ডেবল প্যানেল, তিনটি অ্যাপ পাশাপাশি চালাতে পারে। আলাদা ডিসপ্লে ছাড়াই ডেস্কটপের মতোও ব্যবহার করা যাবে এটি।
ট্রাইফোল্ডের এই মডেলটিতে, স্যামসাংয়ের ভাজযোগ্য ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি ফাস্ট চার্জিংও সমর্থন করে। আধা ঘণ্টায় চার্জ হয় অর্ধেক।
সূত্র: সিএনবিসি
