সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

| ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও রিভার্স চার্জিং সুবিধায়

রিয়েলমি সি ৮৫ বাজারে

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৩:৩১, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৪৭, ১৫ ডিসেম্বর ২০২৫

রিয়েলমি সি ৮৫ বাজারে

ডিভাইসটি সোয়ান ব্ল্যাক ও কিংফিশার ব্লু কালারে দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও রিভার্স চার্জিং সুবিধায়

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সি৮৫ প্রোর সাফল্যের পর বাজারে আনলো সি৮৫ উন্মোচন করল।  নতুন এই স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে  ডিউরেবিলিটি,  ব্যাটারি লাইফ ও প্রতিদিনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে রিয়েলমি। 

ব্যাটারি দুশ্চিন্তা কমাতে  রিয়েলমি সি৮৫ তে  দেয়া হয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা ব্যাটারি।‘প্রো’ ভ্যারিয়েন্টের মতো রিয়েলমি সি৮৫-তেও রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা। ফলে, ব্যবহারকারীরা সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ব্যাটারি ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা না করে, নিরবচ্ছিন্ন স্ট্রিমিং, গেমিং, ব্রাউজিংসহ যেকোনো কাজ অনায়াসে চালিয়ে যেতে পারবেন। এছাড়াও, অন্যান্য ডিভাইস চার্জের জন্য ফোনটিতে রয়েছে ১০ ওয়াট রিভার্স চার্জিং সক্ষমতা, যা এটিকে বাস্তবে ‘পাওয়ার কম্প্যানিয়নে’ রূপান্তরিত করেছে।

  ৬ মাসে ১০ হাজার শিক্ষার্থীকে দেয়া হবে এআই প্রশিক্ষণ

 ফোনটিতে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, সুপার-স্মুথ ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ১,২০০ নিট পিক ব্রাইটনেস রাখা হয়েছে। এতে করে  প্রখর সূর্যালোকের নিচেও প্রাণবন্ত রঙ, ক্লিয়ার ভিজ্যুয়াল ও স্বাচ্ছন্দ্যদায়ক স্ক্রলিং উপভোগ করা যাবে।  স্ন্যাপড্রাগন ৬৮৫ ফোরজি প্রসেসরের এই ডিভাইসে ফটোপ্রেমীদের জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসা হয়েছে।

ডিভাইসটি সোয়ান ব্ল্যাক ও কিংফিশার ব্লু  কালারে  দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। রিয়েলমি সি৮৫; ৬ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য ১৮ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য মাত্র ২০ হাজার ৯৯৯ টাকা।

  প্রাপ্তবয়স্ক প্রেমিকা-প্রেমিকের মতো আচরণ করবে চ্যাটজিপিটি 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন