সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

| ১৪ পৌষ ১৪৩২

নতুন ফিচার ফোন

ফোনে ম্যানুয়াল জুম রিং আনলো শাওমি

টেক স্ক্রল

প্রকাশ: ১১:৫২, ২৯ ডিসেম্বর ২০২৫

ফোনে ম্যানুয়াল জুম রিং আনলো শাওমি

ফোনে ম্যানুয়াল জুম রিং আনলো শাওমি

ম্যানুয়াল জুমের সুবিধা নিয়ে নতুন একটি ফ্ল্যাগশিপ ফোন এনেছে চীনের শাওমি। এর জুম রিংটি ক্যামেরার আশপাশ জুড়ে ঘোরানো যায়। শাওমি ১৭ আল্ট্রার লাইকা সংস্করণের এই ফোনটি স্পেসিফিকেশনেও শক্তিশালী। মূল ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেলের এক ইঞ্চি সেন্সর। একটি টেলিফটো ক্যামেরাও আছে ফোনটিতে, যাতে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী পেরিস্কোপ লেন্স দেয়া হয়েছে। আর জুম রিং ঘোরালে ফোনটি নিজেই ক্যামেরা চালু করে।

 এমন ফোনের আনার পরিকল্পনায় অ্যাপল যা হবে বিশ্বে প্রথমবার

শাওমি ১৭ আল্ট্রা ও এর লাইকা সংস্করণের দুই ফোনেই রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন-৫ প্রসেসর। এতে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম ও এক টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা রয়েছে।

৬.৯ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা সাড়ে তিন হাজার নিটস। মূল ক্যামেরা ও টেলিফটো লেন্স ছাড়াও এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং সামনে সেলফি তোলার জন্য ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে ৬ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি দেয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করতে রয়েছে ৯০ ওয়াটের সাধারণ এবং ৫০ ওয়াটের তারহীন চার্জার।

ফোনের জুম রিং সম্পর্কে শাওমি বলেছে, রিংটি এতটাই সংবেদনশীল যে শুধু ০.০৩ মিলিমিটারের মতো সূক্ষ্ম নড়াচড়াও শনাক্ত করতে পারে। তবে এটি শুধু জুমের জন্য নয়, এক্সপোজার ঠিক করা বা ম্যানুয়ালি ফোকাস ঠিক করতেও ব্যবহার করা যাবে।

৫১২ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যামসহ শাওমি ১৭ আল্ট্রার দাম প্রায় ৯৯৫ ডলার এবং লাইকা সংস্করণের দাম প্রায় ১ হাজার ১৪০ ডলার।

সূত্র: এনগেজেট

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন